একীভূত প্রক্রিয়ায় থাকা পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংকের কর্মীদের বেতন-ভাতা পরিশোধে বাংলাদেশ ব্যাংক প্রায় ৩৫০ কোটি টাকার তারল্য সহায়তা অনুমোদন দিয়েছে। এ অবস্থায় কর্মীদের বেতন এবং অন্যান্য সুবিধায় কাটছাঁট হতে পারে।
বৃহস্পতিবার পাঁচ ব্যাংকের প্রশাসকদের সঙ্গে বৈঠকের পর এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে পাঁচ ব্যাংকের প্রশাসকরা কর্মীদের বেতন ও ভাতা পরিশোধের জন্য ১ হাজার কোটি টাকা তারল্য সহায়তা চান। জবাবে কেন্দ্রীয় ব্যাংক শুধুমাত্র কর্মীদের বেতনের জন্য প্রায় ৩৫০ কোটি টাকা ছাড়ের অনুমোদন দেয়।
এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংকগুলোর দুর্বল আর্থিক অবস্থার কারণে বেতন ও অন্যান্য সুবিধা কমানোর নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।
একীভূত প্রক্রিয়ায় থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও এক্সিম ব্যাংকে প্রায় ১৬ হাজার কর্মী কাজ করছে।
এমআর/সবা


























