ফেনীতে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ফেনী জেলা আইনজীবী সমিতি। সোমবার সকালে জেলা জজ কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে আইনজীবীদের পাশাপাশি সাধারণ বিচারপ্রার্থীরাও অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নুরুল আমিন খান এবং সঞ্চালনা করেন এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া। এতে বক্তব্য রাখেন পাবলিক প্রসিকিউটর এডভোকেট মেজবাহ উদ্দিন খাঁন, সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মীর মোশারফ হোসেন মানিক, সাবেক সভাপতি এডভোকেট আবদুস সাত্তার, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট পার্থ পাল চৌধুরী, এডভোকেট মোহতাছেম উদ্দিন বিল্লাহ, এডভোকেট নুরুল আবসার মুকুলসহ অনেকে।
বক্তারা বলেন, দেশের অন্যান্য জেলায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মিত হলেও ফেনীতে এখনো ভবন নির্মাণ হয়নি। এতে এজলাস সংকটের কারণে বিচারপ্রার্থীরা দুর্ভোগে পড়ছেন এবং বিচারিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রায় পাঁচ বছর আগে ভবন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হলেও অজ্ঞাত কারণে এখনো প্রকল্পটির কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন বক্তারা।
আইনজীবীরা দ্রুত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণের কার্যক্রম শুরু করার জোর দাবি জানান। মানববন্ধনে বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।
এমআর/সবা
























