ফেনীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সফিকুল ইসলাম। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান, ফেনী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত তাবাসুম, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মর্ম সিংহ ত্রিপুরা এবং অন্যান্য কর্মকর্তারা।
পুলিশ সুপার মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, “সাংবাদিক ও পুলিশ মুদ্রার এপিঠ-ওপিঠ। আমরা উভয়ই দেশের কল্যাণে কাজ করি। ফেনীর ১৬ লাখ মানুষের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।” তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নিরাপদে কেন্দ্রে যেতে প্রয়োজনীয় সহায়তা দেবে পুলিশ। তবে নির্বাচন প্রক্রিয়ায় পুলিশের কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে না।
তিনি ঘোষণা দেন—ফেনীতে অবৈধ হকার উচ্ছেদ, মাদক, সন্ত্রাস, ইভটিজিং, অবৈধ অস্ত্র উদ্ধার, বালু উত্তোলন ও চাঁদাবাজি বন্ধে কঠোর অভিযান চালানো হবে। পাশাপাশি থানায় হয়রানি, মিথ্যা মামলা এবং ঘুষ বাণিজ্য বন্ধেও জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।
অনিবন্ধিত সিএনজি ও থ্রিহুইলার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। পুলিশ সুপার বলেন, “মানুষ যেন পুলিশের ওপর আস্থা ফিরে পায়—সেটিই আমাদের লক্ষ্য।”
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, দৈনিক ফেনীর সম্পাদক আরিফ রিজভী, বাংলা ভিশন প্রতিনিধি রফিকুল ইসলাম, চ্যানেল ২৪ প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, একাত্তর টিভির জহিরুল হক মিলু, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. জহিরুল হক মিলনসহ শতাধিক সাংবাদিক।
এমআর/সবা






















