১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচবিবিতে স্কুল বাগানের ২৯টি ফুল ও ফলের গাছ নষ্ট, শিক্ষার্থীদের বিক্ষোভ

জয়পুরহাটের পাঁচবিবিতে রাতের অন্ধকারে স্কুল বাগানের ২৯টি ফুল ও ফলের গাছ ভাঙচুর হওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছে। ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ঘন্টাব্যাপী মানববন্ধন করেছেন।

থানায় লিখিত অভিযোগে জানা যায়, রবিবার রাতে কে বা কারা বিদ্যালয়ের ডালিম, জলপাই, পেয়ারা, আতা, জবা, গাঁদা, চেরি, গোলাপ, টগর ও পাতাবাহারসহ ২৯টি গাছ ভেঙ্গে নষ্ট করেছে। পাশাপাশি বাগানের গ্রীল ও বিদ্যালয়ের প্রতিটি রুমের তালাও নষ্ট করা হয়েছে।

অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা জানান, “স্কুল চলাকালীন সময়ে কিছু ছেলে এলাকায় খেলাধুলা করে এবং আমাদের স্বপ্নের বাগানের ক্ষতি করেছে। তাদের বিচার চাই।”

প্রধান শিক্ষিকা মোছা নাসরিন আকতার বলেন, “বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে। শিক্ষা অফিসের পরামর্শে থানায় লিখিত অভিযোগ করেছি।”

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নিয়ামুল হক জানান, “অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

পাঁচবিবিতে স্কুল বাগানের ২৯টি ফুল ও ফলের গাছ নষ্ট, শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০৫:৩২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫

জয়পুরহাটের পাঁচবিবিতে রাতের অন্ধকারে স্কুল বাগানের ২৯টি ফুল ও ফলের গাছ ভাঙচুর হওয়ায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছে। ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ঘন্টাব্যাপী মানববন্ধন করেছেন।

থানায় লিখিত অভিযোগে জানা যায়, রবিবার রাতে কে বা কারা বিদ্যালয়ের ডালিম, জলপাই, পেয়ারা, আতা, জবা, গাঁদা, চেরি, গোলাপ, টগর ও পাতাবাহারসহ ২৯টি গাছ ভেঙ্গে নষ্ট করেছে। পাশাপাশি বাগানের গ্রীল ও বিদ্যালয়ের প্রতিটি রুমের তালাও নষ্ট করা হয়েছে।

অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা জানান, “স্কুল চলাকালীন সময়ে কিছু ছেলে এলাকায় খেলাধুলা করে এবং আমাদের স্বপ্নের বাগানের ক্ষতি করেছে। তাদের বিচার চাই।”

প্রধান শিক্ষিকা মোছা নাসরিন আকতার বলেন, “বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে। শিক্ষা অফিসের পরামর্শে থানায় লিখিত অভিযোগ করেছি।”

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নিয়ামুল হক জানান, “অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এমআর/সবা