লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় উদ্বোধন হয়েছে ‘শিহাব আহমেদ শিশু বিকাশ একাডেমি’। শিহাব আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানকে স্থানীয় শিশুদের বিকাশ ও পাঠদানে নতুন সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে।
মঙ্গলবার দুপুরে একাডেমির উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উদ্যোক্তা শিহাব আহমেদ। তার ব্যক্তিগত অর্থায়নে লালমনিরহাট জেলার ১৮৯টি ওয়ার্ডে মোট ২১০টি শিশু বিকাশ একাডেমি স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে।
উদ্বোধনের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে ফাউন্ডেশনের পরিচালক ও কর্মকর্তারা বক্তৃতা করেন। তারা জানান, মানবিক, কল্যাণকর, বেকারমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ফাউন্ডেশন ইতিমধ্যেই নানা জনকল্যাণমূলক কার্যক্রম হাতে নিয়েছে।
প্রধান অতিথি শিহাব আহমেদ বলেন, সুবিধাবঞ্চিত গ্রামীণ শিশুদের মৌলিক শিক্ষা ও বিকাশ নিশ্চিত করতে এই একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বেকারত্ব কমানো, স্থানীয় যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষিত সমাজ গঠনে ফাউন্ডেশনের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।
তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগে স্থানীয় মানুষের সহযোগিতা ও সমর্থন আরও বাড়বে।
এমআর/সবা
























