খাগড়াছড়ির দীঘিনালায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী বুধবার (৩ ডিসেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার সঞ্চালনা করেন দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন প্রামাণিক।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআরপি) সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মো. সাদেকুল আজম। এছাড়াও উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, বিসিএসআরপি অফিসার শাইরিন রহমান অর্নি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুমন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. তণয় তালুকদার।
প্রদর্শনীর মাধ্যমে স্থানীয়ভাবে উদ্ভাবিত বিভিন্ন লাগসই প্রযুক্তি প্রদর্শিত হয়। এতে স্কুল, কলেজ, সরকারি ও বেসরকারি ১৩টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সভায় প্রযুক্তি সম্প্রসারণ ও প্রয়োগের মাধ্যমে স্থানীয় সম্প্রদায়ের উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধি করার গুরুত্ব তুলে ধরা হয়।
এমআর/সবা























