০৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
রংপুরে আট দলের সমাবেশে রেজাউল করিম

ওয়ান টুর ভিতর ক্ষমতায় যাবেন বলে ভুল ভাববেন না

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত আট দলের বিভাগীয় সমাবেশে বলেছেন, যারা দেশ, ইসলাম ও মানবতার কল্যাণে কাজ করে, তারা রাজপথে আসে। তিনি ক্ষমতালোভীদের উদ্দেশে বলেন, বারবার ক্ষমতায় যাওয়া আপনারা কি দিয়েছেন? ‘নতুন শাড়িতে পুরোনো বউ’ দিয়ে আর আমাদের ধোঁকা দিতে পারবেন না।

তিনি বলেন, আমাদের মৌলিক দাবিগুলো ছিল দেশের সংস্কার করা, খুনি ও টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার করা এবং জাতীয় নির্বাচনের জন্য সমান সুযোগ তৈরি করা। কিন্তু ক্ষমতালোভীরা সংস্কার ও বিচারকে গুরুত্ব না দিয়ে শুধু ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করছে। তিনি সমাবেশে স্মরণ করান, হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন শুধু একজনকে ক্ষমতা থেকে নামিয়ে আরেকজনকে পাঠানোর জন্য নয়, বরং দেশকে ফ্যাসিবাদমুক্ত করে স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য।

রেজাউল করিম আট দলের পাঁচ দফা দাবির মধ্যে উল্লেখ করেন—জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু, সমান সুযোগ নিশ্চিত করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

তিনি বলেন, রাজনীতি করার মূল উদ্দেশ্য ইসলাম, দেশ ও মানবতার কল্যাণ। নিজের স্বার্থ নয়, আল্লাহর হুকুম পালনই রাজনীতির লক্ষ্য। স্বাধীনতার পর দেওয়া সুযোগ যদি কাজে লাগানো না হয়, ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাসে আমাদের কলঙ্ক হিসেবে দেখবে। আবু সাঈদের স্মৃতিচারণ করে রেজাউল করিম বলেন, তার ত্যাগ ও সাহস আমাদের প্রেরণা দিয়েছে।

সমাবেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, নেজামে ইসলামের সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলামসহ আট দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বক্তব্য দিচ্ছেন তারেক রহমান, শুরুতেই বললেন ‘প্রিয় বাংলাদেশ’

রংপুরে আট দলের সমাবেশে রেজাউল করিম

ওয়ান টুর ভিতর ক্ষমতায় যাবেন বলে ভুল ভাববেন না

আপডেট সময় : ০৮:৫৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত আট দলের বিভাগীয় সমাবেশে বলেছেন, যারা দেশ, ইসলাম ও মানবতার কল্যাণে কাজ করে, তারা রাজপথে আসে। তিনি ক্ষমতালোভীদের উদ্দেশে বলেন, বারবার ক্ষমতায় যাওয়া আপনারা কি দিয়েছেন? ‘নতুন শাড়িতে পুরোনো বউ’ দিয়ে আর আমাদের ধোঁকা দিতে পারবেন না।

তিনি বলেন, আমাদের মৌলিক দাবিগুলো ছিল দেশের সংস্কার করা, খুনি ও টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার করা এবং জাতীয় নির্বাচনের জন্য সমান সুযোগ তৈরি করা। কিন্তু ক্ষমতালোভীরা সংস্কার ও বিচারকে গুরুত্ব না দিয়ে শুধু ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করছে। তিনি সমাবেশে স্মরণ করান, হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন শুধু একজনকে ক্ষমতা থেকে নামিয়ে আরেকজনকে পাঠানোর জন্য নয়, বরং দেশকে ফ্যাসিবাদমুক্ত করে স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য।

রেজাউল করিম আট দলের পাঁচ দফা দাবির মধ্যে উল্লেখ করেন—জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু, সমান সুযোগ নিশ্চিত করে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

তিনি বলেন, রাজনীতি করার মূল উদ্দেশ্য ইসলাম, দেশ ও মানবতার কল্যাণ। নিজের স্বার্থ নয়, আল্লাহর হুকুম পালনই রাজনীতির লক্ষ্য। স্বাধীনতার পর দেওয়া সুযোগ যদি কাজে লাগানো না হয়, ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাসে আমাদের কলঙ্ক হিসেবে দেখবে। আবু সাঈদের স্মৃতিচারণ করে রেজাউল করিম বলেন, তার ত্যাগ ও সাহস আমাদের প্রেরণা দিয়েছে।

সমাবেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, নেজামে ইসলামের সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলামসহ আট দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।