ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংশ্লিষ্ট গণভোটের তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশন (ইসি) রোববার (৭ ডিসেম্বর) বৈঠকে বসছে। প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে ১০ম কমিশন বৈঠক। বৈঠকের আলোচ্যসূচিতে নির্বাচনের তফসিল ঘোষণা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) ইসি যুগ্ম সচিব মঈন উদ্দীন খান সাংবাদিকদের জানান, “কমিশন বৈঠকে তফসিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।”
ইসি সচিব আখতার আহমেদ বলেন, “সকাল সাড়ে ১১টা থেকে আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে একটি মিটিংয়ে ছিলাম। তবে এখনও তফসিল ঘোষণা করা হয়নি। রোববার বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে।”
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, “রোববার কমিশন বৈঠকে তফসিল চূড়ান্ত করা সম্ভব। এর আগে ধারণা করা হচ্ছিল, তফসিল ১১ ডিসেম্বরের মধ্যে ঘোষণা হতে পারে। ভোটগ্রহণের তারিখ হতে পারে ৮ থেকে ১২ জানুয়ারিের মধ্যে।”
নির্বাচন কমিশনের বৈঠক থেকে ফলাফল ঘোষণার পর দেশের রাজনৈতিক দলের জন্য নির্বাচনের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে। ভোট প্রক্রিয়া ও গণভোটের জন্য প্রশাসনিক প্রস্তুতি, নিরাপত্তা ও নির্বাচনী তফসিল বাস্তবায়নের দিকে নজর দেবে কমিশন।
এমআর/সবা






















