খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ নৌকাছড়ার বগরুমোহন কারবারি পাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া দিনব্যাপী এ আয়োজনটি জোনের সেনাবাহিনীর ৪ ইস্ট বেঙ্গল (দি বেবি টাইগার্স) এর তত্ত্বাবধানে এবং জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ওমর ফারূক (পিএসসি) ’র নির্দেশনায় অনুষ্ঠিত হয়। উপজেলার দুর্গম এ পাহাড়ি এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে ত্রিপুরা ও চাকমা সম্প্রদায়ের পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
এসময় সেবা কার্যক্রমের প্রধান চিকিৎসক হিসেবে সরাসরি তদারকি ও পরিচালনা করেন জোনের আরএমও ক্যাপ্টেন মোঃ শাইকুদ্দিন সাকলাইন। এছাড়া অন্যান্য সেনা সদস্যরা সেখানে উপস্থিত থেকে রোগীদের সহযোগিতা করেন।
সেনাবাহিনী জানায়, দুর্গম এলাকায় বসবাসরত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
জোনের মেডিকেল অফিসার আরএমও ক্যাপ্টেন মোঃ শাইকুদ্দিন সাকলাইন বলেন, “অত্যন্ত দুর্গম এলাকায় বসবাসরত মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সেনাবাহিনী সবসময় জনগণের পাশে রয়েছে এবং থাকবে।”
চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা সবিতা রানী ত্রিপুরা বলেন, “আমাদের এলাকায় হাসপাতাল বা ডাক্তার নেই। সেনাবাহিনীর কারণে আজ আমরা বিনামূল্যে চিকিৎসা পেয়েছি। এতে আমরা খুবই উপকৃত হয়েছি।”
চিকিৎসা সেবা পেয়ে স্থানীয়দের মাঝে স্বস্তি ও আনন্দের পাশাপাশি সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
শু/সবা






















