ফেনী সদর উপজেলার লেমুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বাকের কে রাতে বাড়ি যাওয়ার পথে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা নগদ ৩ লক্ষ পঞ্চাশ হাজার টাকা, মোবাইল ও মালামাল লুট করে নিয়ে যায়।
রবিবার রাত ১১ টায় দেয়ানজি বাড়ী পুকুরের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরন করে। বর্তমানে সে চট্টগ্রামের বেসরকারি হাসাপাতাল পাকর্কভিউ হাসপাতালের আইসিউতে রয়েছেন বলে জানা গেছে। এখনো তার জ্ঞান ফিরেনি বলে পরিবার সূত্রে জানাযায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এলাকাবাসী ও ব্যবসায়িদের মাঝে অসন্তোষ বিরাজ করছে।
পরিবার সূত্রে জানাযায়, লেমুয়া বাজারের ব পাইকার ব্যবসায়ি বাকের প্রতিদিনের মত দোকান বন্ধ করে বাড়িতে চলে আসে। গতকাল রাত ১২ টা বাজলেও বাড়িতে না আসায় তাকে খুজতে থাকে পরিবার। এসময়ে তার মোবাইল বন্ধ পাওয়া গেলে পরিবারের মাঝে আতংক দেখা দেয়।তারা বিভিন্ন স্থানে খুজতে থাকে। দেয়ানজি পুকুর পাড়ে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখতে পেয়ে বাড়িতে খবর দেয় স্থানীয়রা। সেখান থেকে উদ্ধার করে মমূর্ষ অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তার মুখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে চিকিৎসকরা জানান।
স্থানীয়দের অভিযোগ এলাকার চিহ্নিত মাদক,ব্যবসায়ীরা এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে । দেওয়ান পুকুর পাড়ে ও আশপাশের এলাকায় মাদক সেবিদের অভরণ্য পরিনত হয়েছে। বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মিজানুর রহমান জানান। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যহত রয়েছে।
শু/সবা

























