০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পানছড়িতে ৩ বিজিবি’র অভিযানে দেড় লাখ টাকার চোরাই মালামাল আটক

‎খাগড়াছড়ির পানছড়িতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।

‎সোমবার (৮ ডিসেম্বর) ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নাঃ সুবেদার মোঃ মোফাজ্জল হোসেন-এর নেতৃত্বে বিশেষ টহল দল।

‎অভিযানে মোট বাংলাদেশী সিস্টেম প্লাস কীটনাশক ১০ লিটার, বেবিসেট কীটনাশক ১০ লিটার, চ্যাপা শুটকি ১০৫ কেজি, পপ ক্রীম ৪টি, এবং বনলতা সালসা ৪৩ বোতল জব্দ করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১,৪৯,১৬০ টাকা।

‎বিজিবি জানায়, আটককৃত মালামালসমূহ যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সীতাকুন্ড, চট্টগ্রাম কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও সীমান্ত এলাকায় চোরাচালান দমন ও নিরাপত্তা জোরদারে ৩ বিজিবির এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

পানছড়িতে ৩ বিজিবি’র অভিযানে দেড় লাখ টাকার চোরাই মালামাল আটক

আপডেট সময় : ০৪:২৩:১২ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

‎খাগড়াছড়ির পানছড়িতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।

‎সোমবার (৮ ডিসেম্বর) ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নাঃ সুবেদার মোঃ মোফাজ্জল হোসেন-এর নেতৃত্বে বিশেষ টহল দল।

‎অভিযানে মোট বাংলাদেশী সিস্টেম প্লাস কীটনাশক ১০ লিটার, বেবিসেট কীটনাশক ১০ লিটার, চ্যাপা শুটকি ১০৫ কেজি, পপ ক্রীম ৪টি, এবং বনলতা সালসা ৪৩ বোতল জব্দ করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১,৪৯,১৬০ টাকা।

‎বিজিবি জানায়, আটককৃত মালামালসমূহ যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সীতাকুন্ড, চট্টগ্রাম কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও সীমান্ত এলাকায় চোরাচালান দমন ও নিরাপত্তা জোরদারে ৩ বিজিবির এমন তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এমআর/সবা