০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চন্দ্রঘোনা থানায় নতুন ওসির দায়িত্ব গ্রহণ, ফুলেল শুভেচ্ছায় বরণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ পরিদর্শক এম সাকের আহমেদ। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের সময় পূর্বতন ওসি মুহাম্মদ শাহজাহান কামালসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। তাঁর আগমনে থানা প্রাঙ্গণে তৈরি হয় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ।

এর আগে তিনি বান্দরবানের রোয়াংছড়ি থানায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর জন্ম ও বেড়ে ওঠা কক্সবাজার জেলায়।

দায়িত্ব গ্রহণ শেষে নবাগত ওসি এম সাকের আহমেদ বলেন, “চন্দ্রঘোনা থানায় আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারি ও আন্তরিকতার সঙ্গে কাজ করবো। এ জন্য এলাকার জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছি।”

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

চন্দ্রঘোনা থানায় নতুন ওসির দায়িত্ব গ্রহণ, ফুলেল শুভেচ্ছায় বরণ

আপডেট সময় : ০৬:১৮:০৯ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ পরিদর্শক এম সাকের আহমেদ। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের সময় পূর্বতন ওসি মুহাম্মদ শাহজাহান কামালসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। তাঁর আগমনে থানা প্রাঙ্গণে তৈরি হয় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ।

এর আগে তিনি বান্দরবানের রোয়াংছড়ি থানায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর জন্ম ও বেড়ে ওঠা কক্সবাজার জেলায়।

দায়িত্ব গ্রহণ শেষে নবাগত ওসি এম সাকের আহমেদ বলেন, “চন্দ্রঘোনা থানায় আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারি ও আন্তরিকতার সঙ্গে কাজ করবো। এ জন্য এলাকার জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছি।”

এমআর/সবা