১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
খুচরা বাজারে কেজিপ্রতি দাম কমেছে ৫০ টাকা

হিলি বন্দর দিয়ে ৯০ টন পেঁয়াজ আমদানি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এখন পর্যন্ত ৩ ট্রাকে ৯০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আমদানির প্রভাবে স্থানীয় খুচরা বাজারে কেজিপ্রতি পেঁয়াজের দাম ৫০ টাকা পর্যন্ত কমে এসেছে। বর্তমানে দেশি পেঁয়াজ ৭০–৭৫ টাকায় বিক্রি হচ্ছে, যা তিন দিন আগেও ছিল ১০০–১৩০ টাকা।

উদ্ভিদ সংগনিরোধের উপসহকারী ইউসুফ আলী জানান, হিলি বন্দর দিয়ে ৪টি প্রতিষ্ঠান মোট ১২০ টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে। আমদানিকারক রকি মিয়া বলেন, বাজার স্থিতিশীল রাখতে সরকার যে উদ্যোগ নিয়েছে তা ইতিবাচক। তিনি জানান, প্রতি মেট্রিক টন পেঁয়াজ ২৫০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে, যদিও ভারতীয় ইনভয়েস অনুযায়ী তা ২৪৫ ডলার।

পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, অনুমতি সীমিত হওয়ায় পরিমাণ কম। তিনি নতুন করে আইপি অনুমতি দেওয়ার দাবি জানান। আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হকও একই দাবি তোলেন এবং বলেন, আমদানির পরিমাণ বাড়লে দাম আরও কমবে।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা বাধন জানান, আমদানিকৃত পেঁয়াজ দ্রুত সরবরাহে কাস্টমস সহযোগিতা করছে।

জনপ্রিয় সংবাদ

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

খুচরা বাজারে কেজিপ্রতি দাম কমেছে ৫০ টাকা

হিলি বন্দর দিয়ে ৯০ টন পেঁয়াজ আমদানি

আপডেট সময় : ০৩:৪২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এখন পর্যন্ত ৩ ট্রাকে ৯০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আমদানির প্রভাবে স্থানীয় খুচরা বাজারে কেজিপ্রতি পেঁয়াজের দাম ৫০ টাকা পর্যন্ত কমে এসেছে। বর্তমানে দেশি পেঁয়াজ ৭০–৭৫ টাকায় বিক্রি হচ্ছে, যা তিন দিন আগেও ছিল ১০০–১৩০ টাকা।

উদ্ভিদ সংগনিরোধের উপসহকারী ইউসুফ আলী জানান, হিলি বন্দর দিয়ে ৪টি প্রতিষ্ঠান মোট ১২০ টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছে। আমদানিকারক রকি মিয়া বলেন, বাজার স্থিতিশীল রাখতে সরকার যে উদ্যোগ নিয়েছে তা ইতিবাচক। তিনি জানান, প্রতি মেট্রিক টন পেঁয়াজ ২৫০ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে, যদিও ভারতীয় ইনভয়েস অনুযায়ী তা ২৪৫ ডলার।

পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম বলেন, অনুমতি সীমিত হওয়ায় পরিমাণ কম। তিনি নতুন করে আইপি অনুমতি দেওয়ার দাবি জানান। আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হকও একই দাবি তোলেন এবং বলেন, আমদানির পরিমাণ বাড়লে দাম আরও কমবে।

হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা বাধন জানান, আমদানিকৃত পেঁয়াজ দ্রুত সরবরাহে কাস্টমস সহযোগিতা করছে।