১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কেশবপুরে শিক্ষা সফরের বাস খাদে পড়ে আহত ১২

যশোরের কেশবপুরে শিক্ষা সফরে আসা খুলনা জেলার দাকোপ উপজেলার বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজের শিক্ষার্থীবাহী একটি বাস ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। বুধবার বিকেলে যশোর পুলেরহাট–সাগরদাঁড়ি মহাসড়কের চাঁদড়া বড় মসজিদ এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে অন্তত ১২ শিক্ষার্থী আহত হন, যার মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শিক্ষার্থীরা জানান, শিক্ষা সফরের অংশ হিসেবে ৪ টা বাস তারা সকালে দাকোপ থেকে যশোরের ঝিকরগাছার গদখালির বিখ্যাত ফুলের রাজ্যে ঘুরতে আসেন। এরপর গদখালি ভ্রমণ শেষে যশোর বিমানবন্দর পরিদর্শন করে সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে চারটি বাসের একটি—ঢাকা মেট্রো–ব ১৫-৪১৯২—চাঁদড়া বড় মসজিদ এলাকায় হঠাৎ তীব্র ঝাঁকুনি ও শব্দের সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে সহায়তা করেন। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় আব্দুল জব্বার বলেন, হঠাৎ বিকট শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি বাসটি উল্টে খাদে পড়ে আছে। আমরা জানালার কাচ ভেঙে আহতদের বের করে দ্রুত হাসপাতালে পাঠাই।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের একজন কর্মকর্তা জানান, মোট ১২ জন শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে ৫ জন গুরুতর আহত। মাথা, হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি বা চালকের অসতর্কতার কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে। ঘটনার বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।
দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও স্থানীয় গ্রাম পুলিশ সদস্যদের সহায়তায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন ও এলাকাবাসী মনে করেন, এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সড়ক নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার দাবি জানানো হয়েছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

কেশবপুরে শিক্ষা সফরের বাস খাদে পড়ে আহত ১২

আপডেট সময় : ০৭:০৭:১০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

যশোরের কেশবপুরে শিক্ষা সফরে আসা খুলনা জেলার দাকোপ উপজেলার বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রি কলেজের শিক্ষার্থীবাহী একটি বাস ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। বুধবার বিকেলে যশোর পুলেরহাট–সাগরদাঁড়ি মহাসড়কের চাঁদড়া বড় মসজিদ এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে অন্তত ১২ শিক্ষার্থী আহত হন, যার মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শিক্ষার্থীরা জানান, শিক্ষা সফরের অংশ হিসেবে ৪ টা বাস তারা সকালে দাকোপ থেকে যশোরের ঝিকরগাছার গদখালির বিখ্যাত ফুলের রাজ্যে ঘুরতে আসেন। এরপর গদখালি ভ্রমণ শেষে যশোর বিমানবন্দর পরিদর্শন করে সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভিটায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে চারটি বাসের একটি—ঢাকা মেট্রো–ব ১৫-৪১৯২—চাঁদড়া বড় মসজিদ এলাকায় হঠাৎ তীব্র ঝাঁকুনি ও শব্দের সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজে সহায়তা করেন। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় আব্দুল জব্বার বলেন, হঠাৎ বিকট শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি বাসটি উল্টে খাদে পড়ে আছে। আমরা জানালার কাচ ভেঙে আহতদের বের করে দ্রুত হাসপাতালে পাঠাই।
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের একজন কর্মকর্তা জানান, মোট ১২ জন শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে ৫ জন গুরুতর আহত। মাথা, হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি বা চালকের অসতর্কতার কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে। ঘটনার বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।
দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও স্থানীয় গ্রাম পুলিশ সদস্যদের সহায়তায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসন ও এলাকাবাসী মনে করেন, এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সড়ক নিরাপত্তা ব্যবস্থা কঠোর করার দাবি জানানো হয়েছে।

এমআর/সবা