১০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদগাঁওতে ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন দুই গর্বিত নারী

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে ঈদগাঁওতে ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হয়েছেন দুইজন—খুরশীদুল জন্নাত ও পারভীন আক্তার।

শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে অসাধারণ সাফল্যের জন্য খুরশীদুল জন্নাত, প্রধান শিক্ষক, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়কে সম্মাননা ও সনদ প্রদান করা হয়। তিনি ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলীর স্থায়ী বাসিন্দা হিসেবে এলাকায় শিক্ষাসেবায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

অন্যদিকে পারভীন আক্তার, ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়ার বাসিন্দা এবং জাফর আলমের মেয়ে। তিনি অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে সম্মাননা লাভ করেন। উদ্যোক্তা হিসেবে তার সংগ্রাম ও অর্জন স্থানীয় নারীদের জন্য উদাহরণ।

গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, ঈদগাঁও আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠান উপজেলা প্রশাসনের অস্থায়ী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির দুইজনের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এসময় ঈদগাঁও থানার নবাগত ওসি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সম্মাননা পেয়ে খুরশীদুল জন্নাত বলেন, “আমি অত্যন্ত গর্বিত ও আপ্লুত। এটি আমার জীবনের একটি স্মরণীয় মুহূর্ত। যারা আমাকে সমর্থন ও অনুপ্রেরণা দিয়েছেন—সবার প্রতি কৃতজ্ঞ।”

পারভীন আক্তার বলেন, “এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা দেবে।” দুই সম্মানপ্রাপ্ত নারীই সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তর প্রতিবছর জেলা, উপজেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে সেরা নারীদের এ সম্মাননা প্রদান করে থাকে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

ঈদগাঁওতে ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন দুই গর্বিত নারী

আপডেট সময় : ০৭:২০:২২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে ঈদগাঁওতে ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হয়েছেন দুইজন—খুরশীদুল জন্নাত ও পারভীন আক্তার।

শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে অসাধারণ সাফল্যের জন্য খুরশীদুল জন্নাত, প্রধান শিক্ষক, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়কে সম্মাননা ও সনদ প্রদান করা হয়। তিনি ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলীর স্থায়ী বাসিন্দা হিসেবে এলাকায় শিক্ষাসেবায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

অন্যদিকে পারভীন আক্তার, ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়ার বাসিন্দা এবং জাফর আলমের মেয়ে। তিনি অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে সম্মাননা লাভ করেন। উদ্যোক্তা হিসেবে তার সংগ্রাম ও অর্জন স্থানীয় নারীদের জন্য উদাহরণ।

গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, ঈদগাঁও আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠান উপজেলা প্রশাসনের অস্থায়ী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির দুইজনের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এসময় ঈদগাঁও থানার নবাগত ওসি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সম্মাননা পেয়ে খুরশীদুল জন্নাত বলেন, “আমি অত্যন্ত গর্বিত ও আপ্লুত। এটি আমার জীবনের একটি স্মরণীয় মুহূর্ত। যারা আমাকে সমর্থন ও অনুপ্রেরণা দিয়েছেন—সবার প্রতি কৃতজ্ঞ।”

পারভীন আক্তার বলেন, “এই স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা দেবে।” দুই সম্মানপ্রাপ্ত নারীই সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তর প্রতিবছর জেলা, উপজেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে সেরা নারীদের এ সম্মাননা প্রদান করে থাকে।

এমআর/সবা