উত্তরাঞ্চলে শীত জেঁকে বসেছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৬টায় তাপমাত্রা নেমে এসেছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। দু’দিনের ব্যবধানে তাপমাত্রার এই পতনে বাড়ছে শীতের তীব্রতা। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
হিমালয়ের পাদদেশ হওয়ায় পঞ্চগড়ে গত কয়েকদিন ধরেই হিমেল বাতাস বইছে। সকাল সকাল রোদের দেখা মিললেও সেই রোদে নেই তাপমাত্রা বাড়ার উত্তাপ। গত পাঁচ দিন ধরেই তাপমাত্রা ১০ ডিগ্রির ঘর থেকে খুব বেশি ওপরে ওঠেনি। হালকা কুয়াশার সঙ্গে উত্তরের ঠান্ডা হাওয়া শীতকে আরও প্রকট করে তুলেছে। তবে দুপুরে সূর্য ওঠার পর ধীরে ধীরে তাপমাত্রা বাড়লেও দিনশেষে তা সর্বোচ্চ ২৮ ডিগ্রির কাছাকাছি পৌঁছায়।
শীত বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। শ্রমজীবী পরিবার, বিশেষ করে নদীর বালু–পাথর শ্রমিকদের কষ্ট বেড়েই চলেছে। সকাল-সন্ধ্যার কাজ করতে গিয়ে তাদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় জানান,
“তাপমাত্রা অনুযায়ী পঞ্চগড়ে বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। হালকা কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস অব্যাহত আছে। আগামী কয়েকদিন তাপমাত্রা একইরকম থাকতে পারে।”
এমআর/সবা

























