দাগনভুঞা পৌরসভার ৯টি ওয়ার্ডে আজ বিকেলে স্থানীয় মসজিদগুলোতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় একযোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
ফেনী জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক ও সাবেক ছাত্র নেতা আবু নাছের বিপ্লব এ মিলাদ ও দোয়ার আয়োজনের নেতৃত্ব দেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
দোয়ার মাহফিলে উপস্থিতরা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।























