০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সহকারী তহশীলদারের অপসারণ দাবিতে মুকসুদপুরে মানববন্ধন ও কুশপুত্তলিকাদাহ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন ভূমি অফিসের সহকারী তহশীলদার রিমন বিশ্বাসের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ করেছে স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীরা। শনিবার বেলা সাড়ে ১০টায় টেকেরহাট–গোপালগঞ্জ সড়কের জলিরপাড় বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী সালাম ফকির, শুকুর আলী ও মনিমোহন হিরা। বক্তারা অভিযোগ করেন, ভূমি সংক্রান্ত সেবা দিতে গিয়ে রিমন বিশ্বাস অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করছেন। তারা দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও অপসারণের দাবি জানান। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত সহকারী তহশীলদারের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানান।

সালাম ফকির বলেন, জলিরপাড় এলাকায় সরকারি সম্পত্তিতে দীর্ঘদিন ধরে ইজারা নিয়ে বসবাস ও ব্যবসা করে আসলেও রাস্তা সম্প্রসারণের সময় দোকান ও ঘর সরিয়ে নেওয়ার পরও সহকারী তহশীলদার অন্য এলাকার লোকজনের কাছ থেকে টাকা নিয়ে ইজারা দেওয়ার চেষ্টা করছেন। তিনি অভিযোগ করেন, তার কাছ থেকে নেওয়া দুই লাখ টাকা ফেরত না দিয়ে ওই জায়গা অন্যকে দেওয়া হয়েছে।

অভিযোগ অস্বীকার করে সহকারী তহশীলদার রিমন বিশ্বাস বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি মহল তাকে হয়রানি করার চেষ্টা করছে।
এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

সহকারী তহশীলদারের অপসারণ দাবিতে মুকসুদপুরে মানববন্ধন ও কুশপুত্তলিকাদাহ

আপডেট সময় : ০৪:১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়ন ভূমি অফিসের সহকারী তহশীলদার রিমন বিশ্বাসের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ করেছে স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীরা। শনিবার বেলা সাড়ে ১০টায় টেকেরহাট–গোপালগঞ্জ সড়কের জলিরপাড় বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী সালাম ফকির, শুকুর আলী ও মনিমোহন হিরা। বক্তারা অভিযোগ করেন, ভূমি সংক্রান্ত সেবা দিতে গিয়ে রিমন বিশ্বাস অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করছেন। তারা দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও অপসারণের দাবি জানান। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত সহকারী তহশীলদারের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানান।

সালাম ফকির বলেন, জলিরপাড় এলাকায় সরকারি সম্পত্তিতে দীর্ঘদিন ধরে ইজারা নিয়ে বসবাস ও ব্যবসা করে আসলেও রাস্তা সম্প্রসারণের সময় দোকান ও ঘর সরিয়ে নেওয়ার পরও সহকারী তহশীলদার অন্য এলাকার লোকজনের কাছ থেকে টাকা নিয়ে ইজারা দেওয়ার চেষ্টা করছেন। তিনি অভিযোগ করেন, তার কাছ থেকে নেওয়া দুই লাখ টাকা ফেরত না দিয়ে ওই জায়গা অন্যকে দেওয়া হয়েছে।

অভিযোগ অস্বীকার করে সহকারী তহশীলদার রিমন বিশ্বাস বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি মহল তাকে হয়রানি করার চেষ্টা করছে।
এমআর/সবা