১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ষড়যন্ত্র রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। দেশের কল্যাণে আমরা যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। ষড়যন্ত্র থামাতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, আর সে জন্য যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে।

শনিবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এ কর্মসূচির শেষদিনে যোগ দেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির নেতাকর্মীরা।

তারেক রহমান বলেন, গণতন্ত্র ছাড়া জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। নির্বাচনই হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান মাধ্যম। তাই নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের কাছে পৌঁছাতে হবে। তিনি আরও বলেন, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমরা যে পরিকল্পনা করেছি তা জনগণের কাছে নিয়ে যেতে হবে, জনগণকে বুঝাতে হবে। আমাদের পরিকল্পনা জনগণ বুঝতে পারলে অবশ্যই সাফল্য আসবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

ষড়যন্ত্র রুখতে ঐক্যের ডাক তারেক রহমানের

আপডেট সময় : ০৬:৩৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। দেশের কল্যাণে আমরা যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। ষড়যন্ত্র থামাতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, আর সে জন্য যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে।

শনিবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এ কর্মসূচির শেষদিনে যোগ দেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপির নেতাকর্মীরা।

তারেক রহমান বলেন, গণতন্ত্র ছাড়া জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। নির্বাচনই হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান মাধ্যম। তাই নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে জনগণের কাছে পৌঁছাতে হবে। তিনি আরও বলেন, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমরা যে পরিকল্পনা করেছি তা জনগণের কাছে নিয়ে যেতে হবে, জনগণকে বুঝাতে হবে। আমাদের পরিকল্পনা জনগণ বুঝতে পারলে অবশ্যই সাফল্য আসবে।

এমআর/সবা