০১:২৬ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় রংপুরে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর টাউন হল বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

এ সময় রংপুর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, রংপুর মেট্রোপলিটন পুলিশসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক এনামুল আহসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম ও আরএমপি কমিশনার মো. মজিদ আলী।

বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করেই অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নগরীর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণের স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

রংপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আপডেট সময় : ০৪:২৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

যথাযোগ্য মর্যাদায় রংপুরে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর টাউন হল বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

এ সময় রংপুর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, রংপুর মেট্রোপলিটন পুলিশসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর এবং সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক এনামুল আহসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম ও আরএমপি কমিশনার মো. মজিদ আলী।

বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করেই অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নগরীর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণের স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।