১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আদিবাসীদের অধিকার ও নিরাপত্তা সংকট নিয়ে দিনাজপুরে আলোচনা

দিনাজপুরে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা ও ‘মাদল’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে “আদিবাসীদের ভূমি অধিকার ও নিরাপত্তা সংকট: বর্তমান ও আগামীর পথনির্দেশ” শীর্ষক আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

বিশিষ্ট আদিবাসী নেতা হিংগু মুরমুর সভাপতিত্বে এবং ‘মাদল’ গ্রন্থের সম্পাদক ও ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গ্রাম বিকাশ কেন্দ্রের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ সেবেস্তিয়ান টুডু, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পরিচালক মানিক সরেন, অ্যাডভোকেট রিচার্ড মুর্মু, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু ও সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি অধিকার সুরক্ষা, নিরাপত্তা জোরদার এবং স্থানীয় প্রশাসনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বিভিন্ন আদিবাসী হত্যাকাণ্ডের বিচারহীনতার নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও ভূমি অধিকার পুনরুদ্ধারের দাবি জানান।

আলোচনা শেষে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের প্রকাশিত চতুর্থ সংখ্যা ‘মাদল’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। সভা শেষে দিনাজপুর জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়, এতে সভাপতি নির্বাচিত হন লুকাস সরেন এবং সাধারণ সম্পাদক হারুন এক্কা।

জনপ্রিয় সংবাদ

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

আদিবাসীদের অধিকার ও নিরাপত্তা সংকট নিয়ে দিনাজপুরে আলোচনা

আপডেট সময় : ০৪:৫৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

দিনাজপুরে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা ও ‘মাদল’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে “আদিবাসীদের ভূমি অধিকার ও নিরাপত্তা সংকট: বর্তমান ও আগামীর পথনির্দেশ” শীর্ষক আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

বিশিষ্ট আদিবাসী নেতা হিংগু মুরমুর সভাপতিত্বে এবং ‘মাদল’ গ্রন্থের সম্পাদক ও ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রভাত টুডুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গ্রাম বিকাশ কেন্দ্রের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন, দিনাজপুর ধর্মপ্রদেশের বিশপ সেবেস্তিয়ান টুডু, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পরিচালক মানিক সরেন, অ্যাডভোকেট রিচার্ড মুর্মু, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু ও সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি অধিকার সুরক্ষা, নিরাপত্তা জোরদার এবং স্থানীয় প্রশাসনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বিভিন্ন আদিবাসী হত্যাকাণ্ডের বিচারহীনতার নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও ভূমি অধিকার পুনরুদ্ধারের দাবি জানান।

আলোচনা শেষে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের প্রকাশিত চতুর্থ সংখ্যা ‘মাদল’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। সভা শেষে দিনাজপুর জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়, এতে সভাপতি নির্বাচিত হন লুকাস সরেন এবং সাধারণ সম্পাদক হারুন এক্কা।