চট্টগ্রামের মিরসরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য তাহমিদ উল্ল্যাহ হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম জাহিদুল ইসলাম (২০)। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ধুম ইউনিয়নের তাজপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডে জাহিদুল ইসলামের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বারইয়ারহাটে সংঘর্ষের ঘটনায় কদমতলা ইসলামীয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র তাহমিদ উল্ল্যাহ নিহত হন। এ ঘটনায় নিহতের মা অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম পাওয়া গেছে। জাহিদুল ইসলামকে আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।






















