০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নানা আয়োজনে ঈদগাঁওয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

oplus_2

কক্সবাজারের ঐতিহ্যবাহী ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ১৪ ডিসেম্বর রবিবার মহান শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বিদ্যালয় মিলনায়তনে তৃতীয় তলায় এ উপলক্ষে আলোচনা সভা, নীরবতা পালন, দোয়া মাহফিল এবং বিশেষ মোনাজাতসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাতের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন গণিত বিভাগের আব্দুল খালেক মিশু এবং বাংলা বিভাগের সহকারী শিক্ষক জসীম উদ্দীন। ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মোঃ হাবিবুল্লাহর সঞ্চালনায় শিক্ষার্থীরা বিভিন্ন পারফরমেন্সে অংশ নেয়। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত।

বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শেষ লগ্নে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল। এদিন নিহতদের মধ্যে ছিলেন শিক্ষক, সাংবাদিক, কবি, লেখক, প্রকৌশলীসহ সমাজের নানা ক্ষেত্রের মেধাবী ব্যক্তিত্বরা।

বক্তারা আরও উল্লেখ করেন, শহীদ বুদ্ধিজীবী দিবস দেশের একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিন। প্রতি বছর ১৪ ডিসেম্বর এ দিবস পালিত হয়, যাতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস, বর্বর হত্যাযজ্ঞের কথা জানানো যায় এবং শহীদদের আত্মত্যাগ থেকে নৈতিক ও দেশপ্রেমের শিক্ষা গ্রহণ করা যায়।

এর আগে সহকারী শিক্ষক মাওলানা আবু বকর সিদ্দিক দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল হক, সিনিয়র শিক্ষক নুরুল কবির, পূর্ণাম পাল, এস. এম. তারিকুল হাসান (তারেক)সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে একই ভেন্যুতে শিক্ষার্থীরা বিভিন্ন প্রদর্শনীতেও অংশগ্রহণ করে।

জনপ্রিয় সংবাদ

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

নানা আয়োজনে ঈদগাঁওয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

আপডেট সময় : ০৮:২১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

কক্সবাজারের ঐতিহ্যবাহী ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ১৪ ডিসেম্বর রবিবার মহান শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বিদ্যালয় মিলনায়তনে তৃতীয় তলায় এ উপলক্ষে আলোচনা সভা, নীরবতা পালন, দোয়া মাহফিল এবং বিশেষ মোনাজাতসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাতের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ রেজাউল করিম। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন গণিত বিভাগের আব্দুল খালেক মিশু এবং বাংলা বিভাগের সহকারী শিক্ষক জসীম উদ্দীন। ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক মোঃ হাবিবুল্লাহর সঞ্চালনায় শিক্ষার্থীরা বিভিন্ন পারফরমেন্সে অংশ নেয়। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত।

বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শেষ লগ্নে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে চেয়েছিল। এদিন নিহতদের মধ্যে ছিলেন শিক্ষক, সাংবাদিক, কবি, লেখক, প্রকৌশলীসহ সমাজের নানা ক্ষেত্রের মেধাবী ব্যক্তিত্বরা।

বক্তারা আরও উল্লেখ করেন, শহীদ বুদ্ধিজীবী দিবস দেশের একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিন। প্রতি বছর ১৪ ডিসেম্বর এ দিবস পালিত হয়, যাতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস, বর্বর হত্যাযজ্ঞের কথা জানানো যায় এবং শহীদদের আত্মত্যাগ থেকে নৈতিক ও দেশপ্রেমের শিক্ষা গ্রহণ করা যায়।

এর আগে সহকারী শিক্ষক মাওলানা আবু বকর সিদ্দিক দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল হক, সিনিয়র শিক্ষক নুরুল কবির, পূর্ণাম পাল, এস. এম. তারিকুল হাসান (তারেক)সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে একই ভেন্যুতে শিক্ষার্থীরা বিভিন্ন প্রদর্শনীতেও অংশগ্রহণ করে।