০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফেনী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী সাইফুদ্দিন শিপনের জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী

ফেনী-৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ সাইফুদ্দিন শিপন এলাকায় ক্রমেই বিশেষ জনপ্রিয়তা অর্জন করছেন। গত দেড় বছরে ধারাবাহিক জনসংযোগ, ব্যতিক্রমধর্মী কর্মসূচি ও সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত সামাজিক ও ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে পরিচিত ও গ্রহণযোগ্য হয়ে উঠেছেন।

স্থানীয়দের সঙ্গে সরাসরি যোগাযোগ, মোটরযান শোডাউনের মাধ্যমে প্রচার এবং মানবিক কার্যক্রমে সক্রিয় উপস্থিতির কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শিপন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ইসলামী আদর্শভিত্তিক মানবিক ও কল্যাণকর রাষ্ট্র গঠনের লক্ষ্যকে সামনে রেখে তিনি নিয়মিত মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন।

দলীয় কার্যক্রমেও তিনি ছিলেন অত্যন্ত সক্রিয়। গত ২৮ জুন ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে ফেনী থেকে ৫৩টি বাসে নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেন তিনি। এছাড়া গত ২০ সেপ্টেম্বর পীর সাহেব চরমোনাইয়ের ফেনীর গণসমাবেশ সফল করতে দাগনভূঞা ও সোনাগাজীর সব ইউনিয়নে ব্যাপক সাংগঠনিক তৎপরতা চালান।

দুই উপজেলায় বিভিন্ন মসজিদ, মাদরাসা ও সামাজিক প্রতিষ্ঠানে সহযোগিতা করার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ঘটনাও স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। তার সততা, সরলতা ও ব্যক্তিগত আচরণ তাকে সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় বাসিন্দারা।

সাইফুদ্দিন শিপন দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর গ্রামের আবদুর রবের ছেলে। তুলাতুলি বাজারে তার নিজস্ব বাড়ি রয়েছে। পেশাগতভাবে তিনি চট্টগ্রামে ব্যবসার সঙ্গে যুক্ত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এলাকাবাসীর ধারণা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে সাইফুদ্দিন শিপন একটি শক্ত অবস্থানে রয়েছেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

ফেনী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী সাইফুদ্দিন শিপনের জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী

আপডেট সময় : ০৫:৪২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

ফেনী-৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ সাইফুদ্দিন শিপন এলাকায় ক্রমেই বিশেষ জনপ্রিয়তা অর্জন করছেন। গত দেড় বছরে ধারাবাহিক জনসংযোগ, ব্যতিক্রমধর্মী কর্মসূচি ও সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত সামাজিক ও ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে পরিচিত ও গ্রহণযোগ্য হয়ে উঠেছেন।

স্থানীয়দের সঙ্গে সরাসরি যোগাযোগ, মোটরযান শোডাউনের মাধ্যমে প্রচার এবং মানবিক কার্যক্রমে সক্রিয় উপস্থিতির কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শিপন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ইসলামী আদর্শভিত্তিক মানবিক ও কল্যাণকর রাষ্ট্র গঠনের লক্ষ্যকে সামনে রেখে তিনি নিয়মিত মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন।

দলীয় কার্যক্রমেও তিনি ছিলেন অত্যন্ত সক্রিয়। গত ২৮ জুন ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে ফেনী থেকে ৫৩টি বাসে নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেন তিনি। এছাড়া গত ২০ সেপ্টেম্বর পীর সাহেব চরমোনাইয়ের ফেনীর গণসমাবেশ সফল করতে দাগনভূঞা ও সোনাগাজীর সব ইউনিয়নে ব্যাপক সাংগঠনিক তৎপরতা চালান।

দুই উপজেলায় বিভিন্ন মসজিদ, মাদরাসা ও সামাজিক প্রতিষ্ঠানে সহযোগিতা করার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ঘটনাও স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। তার সততা, সরলতা ও ব্যক্তিগত আচরণ তাকে সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় বাসিন্দারা।

সাইফুদ্দিন শিপন দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর গ্রামের আবদুর রবের ছেলে। তুলাতুলি বাজারে তার নিজস্ব বাড়ি রয়েছে। পেশাগতভাবে তিনি চট্টগ্রামে ব্যবসার সঙ্গে যুক্ত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এলাকাবাসীর ধারণা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে সাইফুদ্দিন শিপন একটি শক্ত অবস্থানে রয়েছেন।

এমআর/সবা