০৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী বিজয়মেলা শুরু

oplus_2

কক্সবাজারের ঈদগাঁওতে তিন দিনব্যাপী বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার ১৫ ডিসেম্বর বিকেলে কবুতর উড়িয়ে উদ্বোধন করেন মেলা উদযাপন পরিষদের আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির।

উদ্বোধনকালে তিনি বলেন, “মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সারাদেশের ন্যায় বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে ঈদগাঁওতেও এ মেলার আয়োজন করা হয়েছে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। আটটার পর অটোমেটিকভাবে বিদ্যুৎ বন্ধ এবং গেট বন্ধ করে দেওয়া হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ (জনি), ঈদগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য নুরনাহার বেগম, মেম্বার কোহিনুর আক্তার, জালালাবাদ ইউনিয়ন পরিষদের মেম্বার নুরুল হুদা, প্রশাসনিক কর্মকর্তা স্বরূপা পাল এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বৃহত্তর ঈদগাঁও ওলামা-মাশায়েখ পরিষদের একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মেলার সফল বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে, যাতে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।

মেলা পরিদর্শনে দেখা গেছে, স্থাপনকৃত স্টলসমূহের অধিকাংশই মহিলাদের কাপড়-চোপড়, গহনা, কসমেটিকস, মাটির তৈজসপত্র, চটপটি, ফুচকা এবং অন্যান্য খাবারের দোকানপাট নিয়ে গঠিত। যদিও বেশ কিছু স্টল এখনও নির্মাণাধীন রয়েছে। উদ্বোধন কালে উপস্থিত দর্শনার্থীর সংখ্যা কম ছিল, যাদের অধিকাংশই মহিলা। তবে নাগরদোলায় কিছুটা ভীড় লক্ষ্য করা গেছে।

মেলার মাধ্যমে স্থানীয় জনসাধারণ বিশেষ করে মহিলা ও শিশুদের জন্য বিনোদন, কেনাকাটা ও সামাজিক মিলনমেলার সুযোগ সৃষ্টি হচ্ছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী বিজয়মেলা শুরু

আপডেট সময় : ০৮:১৫:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

কক্সবাজারের ঈদগাঁওতে তিন দিনব্যাপী বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। আজ সোমবার ১৫ ডিসেম্বর বিকেলে কবুতর উড়িয়ে উদ্বোধন করেন মেলা উদযাপন পরিষদের আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির।

উদ্বোধনকালে তিনি বলেন, “মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সারাদেশের ন্যায় বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে ঈদগাঁওতেও এ মেলার আয়োজন করা হয়েছে। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। আটটার পর অটোমেটিকভাবে বিদ্যুৎ বন্ধ এবং গেট বন্ধ করে দেওয়া হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ (জনি), ঈদগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য নুরনাহার বেগম, মেম্বার কোহিনুর আক্তার, জালালাবাদ ইউনিয়ন পরিষদের মেম্বার নুরুল হুদা, প্রশাসনিক কর্মকর্তা স্বরূপা পাল এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বৃহত্তর ঈদগাঁও ওলামা-মাশায়েখ পরিষদের একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, মেলার সফল বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে, যাতে স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।

মেলা পরিদর্শনে দেখা গেছে, স্থাপনকৃত স্টলসমূহের অধিকাংশই মহিলাদের কাপড়-চোপড়, গহনা, কসমেটিকস, মাটির তৈজসপত্র, চটপটি, ফুচকা এবং অন্যান্য খাবারের দোকানপাট নিয়ে গঠিত। যদিও বেশ কিছু স্টল এখনও নির্মাণাধীন রয়েছে। উদ্বোধন কালে উপস্থিত দর্শনার্থীর সংখ্যা কম ছিল, যাদের অধিকাংশই মহিলা। তবে নাগরদোলায় কিছুটা ভীড় লক্ষ্য করা গেছে।

মেলার মাধ্যমে স্থানীয় জনসাধারণ বিশেষ করে মহিলা ও শিশুদের জন্য বিনোদন, কেনাকাটা ও সামাজিক মিলনমেলার সুযোগ সৃষ্টি হচ্ছে।

এমআর/সবা