০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে রাজস্থলীতে মহান বিজয় দিবস উদযাপন

oplus_1024

রাঙামাটির রাজস্থলী উপজেলায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস–২০২৫ যথাযোগ্য মর্যাদা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসের শুরুতে ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে অংশ নেন উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, মুক্তিযোদ্ধা কমান্ড, স্বাস্থ্য কমপ্লেক্স, আনসার ও ভিডিপি অফিস, প্রেসক্লাবসহ রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান।

সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ, সমাবেশ এবং মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, “বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করা আমাদের দায়িত্ব। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে বিজয় দিবস গুরুত্বপূর্ণ।”

রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ খালেদ হোসেন বলেন, “মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে দেশপ্রেম ও শৃঙ্খলার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব।”

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রতিযোগিতায় বিজয়ী দলগুলোর মাঝে ক্রেস্ট ও সান্ত্বনা পুরস্কার বিতরণ করা হয়।

দিনব্যাপী এসব আয়োজনের মাধ্যমে রাজস্থলীতে মহান বিজয় দিবস–২০২৫ উৎসবমুখর ও তাৎপর্যপূর্ণ পরিবেশে উদযাপিত হয়।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে রাজস্থলীতে মহান বিজয় দিবস উদযাপন

আপডেট সময় : ০১:১৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

রাঙামাটির রাজস্থলী উপজেলায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস–২০২৫ যথাযোগ্য মর্যাদা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিবসের শুরুতে ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে অংশ নেন উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, মুক্তিযোদ্ধা কমান্ড, স্বাস্থ্য কমপ্লেক্স, আনসার ও ভিডিপি অফিস, প্রেসক্লাবসহ রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠান।

সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ, সমাবেশ এবং মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন, “বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করা আমাদের দায়িত্ব। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে বিজয় দিবস গুরুত্বপূর্ণ।”

রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ খালেদ হোসেন বলেন, “মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে দেশপ্রেম ও শৃঙ্খলার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব।”

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রতিযোগিতায় বিজয়ী দলগুলোর মাঝে ক্রেস্ট ও সান্ত্বনা পুরস্কার বিতরণ করা হয়।

দিনব্যাপী এসব আয়োজনের মাধ্যমে রাজস্থলীতে মহান বিজয় দিবস–২০২৫ উৎসবমুখর ও তাৎপর্যপূর্ণ পরিবেশে উদযাপিত হয়।

এমআর/সবা