০১:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন করা হয়েছে। ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সকাল সাতটায় শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে ভাঙ্গা উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

সকাল ৯টায় ভাঙ্গা স্টেডিয়ামে কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার বাহিনী, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ভাঙ্গা হাইওয়ে থানা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আবু জাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম, ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীম, এনসিপি’র আশরাফ হোসেন, বিএনপির এম.এ. ওয়াদুত, ওসমান মুন্সী, মোঃ সাঈদ মুন্সী, ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সজিব মাতুব্বর এবং ভাঙ্গা উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

ভাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

আপডেট সময় : ০১:২৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস–২০২৫ উদযাপন করা হয়েছে। ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সকাল সাতটায় শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে ভাঙ্গা উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

সকাল ৯টায় ভাঙ্গা স্টেডিয়ামে কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার বাহিনী, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ভাঙ্গা হাইওয়ে থানা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আবু জাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম, ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীম, এনসিপি’র আশরাফ হোসেন, বিএনপির এম.এ. ওয়াদুত, ওসমান মুন্সী, মোঃ সাঈদ মুন্সী, ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সজিব মাতুব্বর এবং ভাঙ্গা উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।