০৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পীরগাছায় বিজয় দিবসে কর্মকর্তাদের অনুপস্থিতি ও পতাকা উত্তোলনের অসম্মান

মহান বিজয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে পীরগাছা উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা অনুপস্থিত থাকায় প্রশাসনিক দায়িত্ব ও শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাকের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিভিন্ন দপ্তরের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর হাসনাত রবিন, খাদ্য নিয়ন্ত্রক আকলিমা বেগম, সমাজসেবা কর্মকর্তা এনামুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলোয়ারা বেগম এবং সাব-রেজিস্ট্রার অনুপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, অনুষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতি বাধ্যতামূলক হলেও তারা কেউই যথাযথভাবে অংশগ্রহণ করেননি। বিশেষ করে উপজেলা খাদ্য কর্মকর্তা আকলিমা বেগমের বিরুদ্ধে নিয়মিত অফিসে না আসা ও গল্পগুজবে সময় ব্যয় করার অভিযোগ দীর্ঘদিন থেকে রয়েছে। এছাড়া সমাজসেবা কর্মকর্তা এনামুল হকও দেরিতে অফিসে আসার অভিযোগের সম্মুখীন।

প্রসঙ্গত, জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়নি, যা সরাসরি জাতীয় পতাকাকে অসম্মান হিসেবে ধরা হচ্ছে। অনুপস্থিত কর্মকর্তাদের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার ফোন করা হলেও তারা রিসিভ করেননি। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্থানীয়রা প্রশাসনের এ ধরনের দায়িত্বহীনতার কারণে সাধারণ সেবায় নেতিবাচক প্রভাব পড়ছে উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

পীরগাছায় বিজয় দিবসে কর্মকর্তাদের অনুপস্থিতি ও পতাকা উত্তোলনের অসম্মান

আপডেট সময় : ০৪:১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫

মহান বিজয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে পীরগাছা উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা অনুপস্থিত থাকায় প্রশাসনিক দায়িত্ব ও শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাকের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিভিন্ন দপ্তরের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীর হাসনাত রবিন, খাদ্য নিয়ন্ত্রক আকলিমা বেগম, সমাজসেবা কর্মকর্তা এনামুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলোয়ারা বেগম এবং সাব-রেজিস্ট্রার অনুপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, অনুষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতি বাধ্যতামূলক হলেও তারা কেউই যথাযথভাবে অংশগ্রহণ করেননি। বিশেষ করে উপজেলা খাদ্য কর্মকর্তা আকলিমা বেগমের বিরুদ্ধে নিয়মিত অফিসে না আসা ও গল্পগুজবে সময় ব্যয় করার অভিযোগ দীর্ঘদিন থেকে রয়েছে। এছাড়া সমাজসেবা কর্মকর্তা এনামুল হকও দেরিতে অফিসে আসার অভিযোগের সম্মুখীন।

প্রসঙ্গত, জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়নি, যা সরাসরি জাতীয় পতাকাকে অসম্মান হিসেবে ধরা হচ্ছে। অনুপস্থিত কর্মকর্তাদের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার ফোন করা হলেও তারা রিসিভ করেননি। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্থানীয়রা প্রশাসনের এ ধরনের দায়িত্বহীনতার কারণে সাধারণ সেবায় নেতিবাচক প্রভাব পড়ছে উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এমআর/সবা