১২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধের চেতনায় সত্যনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে লালমনিরহাটে সবুজ বাংলার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন

নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা, সত্য ও জনস্বার্থনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে দৈনিক সবুজ বাংলা। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় লালমনিরহাট শহরের মিশন মোড়স্থ বৈশাখী সুইটসে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। মহান বিজয় দিবসের তাৎপর্যের সঙ্গে মিল রেখে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল উৎসবমুখর ও আবেগঘন পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও লালমনিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম। আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দৈনিক সবুজ বাংলার প্রয়াত সাবেক প্রেসক্লাব সভাপতি ও স্টাফ রিপোর্টার মরহুম মোফাখখারুল ইসলাম মজনুকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বলেন, মজনু ছিলেন সাহসী, নিষ্ঠাবান ও আদর্শ সাংবাদিকতার প্রতীক।

 

বক্তারা বলেন, সবুজ বাংলা অল্প সময়ের মধ্যেই সত্য, ন্যায় ও ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। আগামীতেও মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে দেশ, মানুষ ও গণতন্ত্রের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে কাজ করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। একই সঙ্গে নতুন প্রজন্মের সাংবাদিকদের নৈতিকতা, পেশাদারত্ব ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। কেক কাটার মধ্য দিয়ে সবুজ বাংলার তৃতীয় বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ এবং সবুজ বাংলার উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় দোয়া ও শুভকামনা জানানো হয়।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

মুক্তিযুদ্ধের চেতনায় সত্যনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে লালমনিরহাটে সবুজ বাংলার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন

আপডেট সময় : ০৪:৪২:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যাশা, সত্য ও জনস্বার্থনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে দৈনিক সবুজ বাংলা। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় লালমনিরহাট শহরের মিশন মোড়স্থ বৈশাখী সুইটসে কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। মহান বিজয় দিবসের তাৎপর্যের সঙ্গে মিল রেখে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল উৎসবমুখর ও আবেগঘন পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও লালমনিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম। আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দৈনিক সবুজ বাংলার প্রয়াত সাবেক প্রেসক্লাব সভাপতি ও স্টাফ রিপোর্টার মরহুম মোফাখখারুল ইসলাম মজনুকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বলেন, মজনু ছিলেন সাহসী, নিষ্ঠাবান ও আদর্শ সাংবাদিকতার প্রতীক।

 

বক্তারা বলেন, সবুজ বাংলা অল্প সময়ের মধ্যেই সত্য, ন্যায় ও ইতিবাচক সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। আগামীতেও মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে দেশ, মানুষ ও গণতন্ত্রের পক্ষে দৃঢ় অবস্থান নিয়ে কাজ করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা। একই সঙ্গে নতুন প্রজন্মের সাংবাদিকদের নৈতিকতা, পেশাদারত্ব ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। কেক কাটার মধ্য দিয়ে সবুজ বাংলার তৃতীয় বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শেষে দেশ ও জাতির কল্যাণ এবং সবুজ বাংলার উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় দোয়া ও শুভকামনা জানানো হয়।

এমআর/সবা