সিরাজগঞ্জের তাড়াশে বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টায় ১নং তালম ইউনিয়ন পরিষদ হলরুমে দেশের গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যম দৈনিক সবুজ বাংলা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক ইত্তেফাকের তাড়াশ সংবাদদাতা, সভাপতিত্ব করেন সবুজ বাংলার প্রতিনিধি আশরাফুল ইসলাম আসিফ। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম, সপ্তাহিক চলনবিল বার্তার সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক রাজু, ১নং তালম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ নাজির উদ্দিন, তালম ইউনিয়নের ভুমি কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ছাত্র-যুব নেতারা, ইউনিয়ন পরিষদের সদস্যগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দও অংশগ্রহণ করেন। বার্ষিকী অনুষ্ঠানে সবুজ বাংলার পথচলা, দেশ-সমাজের জন্য সংবাদদাতা হিসেবে দায়িত্ব ও ভুমিকা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।






















