০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে চাকুরীর সুবর্ণ সুযোগ: টিটিসিতে জমকালো মেলা

নীলফামারী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) আয়োজনে বুধবার (১৭ ডিসেম্বর) দিনব্যাপী চাকুরী মেলা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিটিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মেলায় চাকুরীপ্রত্যাশীরা সরাসরি শিল্প প্রতিষ্ঠান ও কর্পোরেট হাউজের সঙ্গে যোগাযোগের সুযোগ পেয়েছেন।

চাকুরী মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সামাদ শিকদার, এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিটিসি অধ্যক্ষ মাসুদ রানা।

মেলায় অংশগ্রহণ করেছে সেকশন সেভেন, প্রাণ আরএফএল, বিডি জবস, দেশবন্ধু টেক্সটাইলস, আয়েশা আবেদ ফাউন্ডেশন, ম্যাজেন বিডি, ভেনচুরা লেদারওয়্যার, উত্তরা সোয়েটার, নীলসাগর গ্রুপ এবং অভিজাত গ্রুপ। তারা চাকুরীপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত গ্রহণ করে এবং পরবর্তী যাচাই-বাছাই শেষে নির্বাচিত প্রার্থীদের ডেকে নিয়েছে চাকরির প্রস্তাব দেওয়ার জন্য।

চাকুরী প্রত্যাশী শাহিনুর রহমান বলেন, “এ রকম উদ্যোগ সত্যিই চমৎকার। একযোগে অনেক প্রতিষ্ঠান জনবল নিয়োগের জন্য জীবন বৃত্তান্ত সংগ্রহ করছে। এখানে অনেকের চাকরি হয়ে যাবে, আমি নিজেও কয়েকটি প্রতিষ্ঠানে সিভি জমা দিয়েছি।”

অধ্যক্ষ মাসুদ রানা জানান, মেলায় প্রায় তিন হাজার সিভি জমা পড়েছে। তিনি আশা প্রকাশ করেন, যাচাই-বাছাই শেষে অনেক চাকুরীপ্রার্থী এই মেলা থেকে চাকুরি পাবেন। এছাড়া ভবিষ্যতে এমন ধরনের আরও উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে।

এই চাকুরী মেলা এলাকার তরুণদের জন্য এক মূল্যবান সুযোগ হিসেবে উদ্ভাবিত হয়েছে, যেখানে তারা সরাসরি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পরিচয় তৈরি করতে এবং নিজেদের যোগ্যতা প্রদর্শন করতে পারছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

নীলফামারীতে চাকুরীর সুবর্ণ সুযোগ: টিটিসিতে জমকালো মেলা

আপডেট সময় : ০৬:২৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

নীলফামারী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) আয়োজনে বুধবার (১৭ ডিসেম্বর) দিনব্যাপী চাকুরী মেলা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিটিসি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মেলায় চাকুরীপ্রত্যাশীরা সরাসরি শিল্প প্রতিষ্ঠান ও কর্পোরেট হাউজের সঙ্গে যোগাযোগের সুযোগ পেয়েছেন।

চাকুরী মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সামাদ শিকদার, এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিটিসি অধ্যক্ষ মাসুদ রানা।

মেলায় অংশগ্রহণ করেছে সেকশন সেভেন, প্রাণ আরএফএল, বিডি জবস, দেশবন্ধু টেক্সটাইলস, আয়েশা আবেদ ফাউন্ডেশন, ম্যাজেন বিডি, ভেনচুরা লেদারওয়্যার, উত্তরা সোয়েটার, নীলসাগর গ্রুপ এবং অভিজাত গ্রুপ। তারা চাকুরীপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত গ্রহণ করে এবং পরবর্তী যাচাই-বাছাই শেষে নির্বাচিত প্রার্থীদের ডেকে নিয়েছে চাকরির প্রস্তাব দেওয়ার জন্য।

চাকুরী প্রত্যাশী শাহিনুর রহমান বলেন, “এ রকম উদ্যোগ সত্যিই চমৎকার। একযোগে অনেক প্রতিষ্ঠান জনবল নিয়োগের জন্য জীবন বৃত্তান্ত সংগ্রহ করছে। এখানে অনেকের চাকরি হয়ে যাবে, আমি নিজেও কয়েকটি প্রতিষ্ঠানে সিভি জমা দিয়েছি।”

অধ্যক্ষ মাসুদ রানা জানান, মেলায় প্রায় তিন হাজার সিভি জমা পড়েছে। তিনি আশা প্রকাশ করেন, যাচাই-বাছাই শেষে অনেক চাকুরীপ্রার্থী এই মেলা থেকে চাকুরি পাবেন। এছাড়া ভবিষ্যতে এমন ধরনের আরও উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে।

এই চাকুরী মেলা এলাকার তরুণদের জন্য এক মূল্যবান সুযোগ হিসেবে উদ্ভাবিত হয়েছে, যেখানে তারা সরাসরি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পরিচয় তৈরি করতে এবং নিজেদের যোগ্যতা প্রদর্শন করতে পারছে।

এমআর/সবা