আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য পেসার মোস্তাফিজুর রহমানকে ‘সর্বোচ্চ সময়ের’ অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে নির্ধারিত সিরিজ ছাড়া টুর্নামেন্টের বাকিটা সময় কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাতে পারবেন এই বাঁহাতি পেসার।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত সর্বশেষ মিনি নিলামে মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য এটিই সর্বোচ্চ পারিশ্রমিকের রেকর্ড। তাকে দলে পেতে নিলামে কলকাতার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেছিল চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস।
আগামী বছরের ২৬ মার্চ শুরু হয়ে ৩১ মে পর্যন্ত চলবে আইপিএলের ১৯তম আসর। অন্যদিকে, এপ্রিলের তৃতীয় ও চতুর্থ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা নিউজিল্যান্ডের। এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস জানিয়েছেন, মোস্তাফিজকে আইপিএলে খেলার জন্য সম্ভাব্য সর্বোচ্চ সময়ের অনুমতি দেওয়া হয়েছে। তবে দেশের হয়ে নিউজিল্যান্ড সিরিজের সময় তাকে জাতীয় দলে যোগ দিতে হবে।
শাহরিয়ার নাফিস আরও বলেন, ‘খেলোয়াড়দের জাতীয় দলের ব্যস্ততা সম্পর্কে আইপিএল কর্তৃপক্ষ ও ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) আগেই জানানো হয়। মোস্তাফিজ কখন ফ্র্যাঞ্চাইজিটির জন্য এভেইলেবল থাকবেন, সেই তথ্যের ভিত্তিতেই নিলামে তাকে কেনা হয়েছে.’
এদিকে, মার্চের তৃতীয় সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একটি সিরিজ হওয়ার কথা থাকলেও পিএসএলের কারণে তা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ওই সময়টাতেও মোস্তাফিজকে আইপিএলে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।


























