ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ শুরু হয়। এ বিক্ষোভের একপর্যায়ে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
হামলার কারণে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কারিগরি অবকাঠামো। এ পরিস্থিতিতে শুক্রবার প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার ছাপা সংস্করণ প্রকাশ করা সম্ভব হয়নি। একই সঙ্গে প্রথম আলোর অনলাইন সংস্করণও সাময়িকভাবে বন্ধ থাকে।
এ বিষয়ে আজ সকালে প্রথম আলোর অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে জানানো হয়, গত রাতে কার্যালয়ে ব্যাপক হামলা ও অগ্নিসংযোগের কারণে স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব হয়নি। ফলে ছাপা পত্রিকা প্রকাশ করা যায়নি এবং অনলাইন পোর্টালও সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত কারিগরি ব্যবস্থা পুনরুদ্ধার করে প্রথম আলোর অনলাইন ও পত্রিকার প্রকাশ আবার শুরু করা হবে। এ জন্য পাঠকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশের পাশাপাশি সহযোগিতা কামনা করেছে পত্রিকাটি।




















