১২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন, নিহত ঘুমন্ত শিশু, দগ্ধ আরও ৩

লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত অবস্থায় ৭ বছরের শিশু আয়েশা বেগম নিহত হয়েছে। একই ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন বেলাল হোসেন ও তার দুই কন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তার। এর মধ্যে দুই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

শুক্রবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন রাতে স্ত্রী ও সন্তানদের নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ওই সময় দুর্বৃত্তরা ঘরের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো ঘর পুড়ে যায়।

আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু আয়েশা বেগম। অগ্নিদগ্ধ অবস্থায় বেলাল হোসেন ও তার দুই কন্যাকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে বিথি আক্তার ও স্মৃতি আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শরীরের বড় অংশ পুড়ে গেছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ হোসেন বলেন, পরিকল্পিতভাবে রাতের আঁধারে সন্ত্রাসীরা এ অগ্নিসংযোগ করেছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিৎ কুমার দাস জানান, অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে এবং একজন শিশু নিহত হয়েছে। আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি পরিকল্পিত নাশকতা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন, নিহত ঘুমন্ত শিশু, দগ্ধ আরও ৩

আপডেট সময় : ১২:৫৪:০১ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত অবস্থায় ৭ বছরের শিশু আয়েশা বেগম নিহত হয়েছে। একই ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন বেলাল হোসেন ও তার দুই কন্যা বিথি আক্তার ও স্মৃতি আক্তার। এর মধ্যে দুই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

শুক্রবার দিবাগত গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন রাতে স্ত্রী ও সন্তানদের নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। ওই সময় দুর্বৃত্তরা ঘরের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো ঘর পুড়ে যায়।

আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু আয়েশা বেগম। অগ্নিদগ্ধ অবস্থায় বেলাল হোসেন ও তার দুই কন্যাকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে বিথি আক্তার ও স্মৃতি আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শরীরের বড় অংশ পুড়ে গেছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ হোসেন বলেন, পরিকল্পিতভাবে রাতের আঁধারে সন্ত্রাসীরা এ অগ্নিসংযোগ করেছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিৎ কুমার দাস জানান, অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে এবং একজন শিশু নিহত হয়েছে। আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি পরিকল্পিত নাশকতা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমআর/সবা