চিকিৎসার অভাবে ধীরে ধীরে মৃত্যুঝুঁকির দিকে এগিয়ে যাচ্ছে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার এক শ্রমজীবী পরিবারের তরুণ সন্তান মোঃ সফিউল আলম (২১)। মেরুদণ্ডের গুরুতর জটিলতায় আক্রান্ত এই তরুণকে বাঁচাতে দেশবাসীর কাছে আর্থিক সহায়তার আবেদন জানানো হয়েছে।
সফিউল আলম সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ এলাকার বাসিন্দা এবং শ্রমজীবী নুর নবীর সন্তান। পরিবার সূত্রে জানা যায়, মাত্র ১২–১৩ বছর বয়স থেকেই তার মেরুদণ্ড অস্বাভাবিকভাবে বাঁকতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে রোগটি ভয়াবহ রূপ নেয়। বর্তমানে তার শারীরিক অবস্থা অত্যন্ত শোচনীয় এবং দ্রুত উন্নত চিকিৎসা না পেলে স্থায়ী পঙ্গুত্ব কিংবা জীবননাশের আশঙ্কা রয়েছে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সফিউল আলমের উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা প্রয়োজন। কিন্তু দিনমজুর বাবার পক্ষে এত বিপুল অর্থ জোগাড় করা একেবারেই অসম্ভব। সংসারের ন্যূনতম খরচ চালাতেই যেখানে হিমশিম খেতে হয়, সেখানে ছেলের চিকিৎসা যেন দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।
পরিবারের সদস্যরা জানান, একসময় সুস্থ-স্বাভাবিক জীবনযাপনের স্বপ্ন দেখা সফিউল আজ বিছানায় শুয়ে দিন কাটাতে বাধ্য হচ্ছে। বয়সের সঙ্গে সঙ্গে তার ব্যথা ও কষ্ট বেড়েই চলেছে। এই অবস্থায় সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সহানুভূতিই পারে তাকে নতুন জীবন ফিরিয়ে দিতে।
স্থানীয়রা জানান, সামান্য সহায়তা যদি অনেক মানুষ মিলে এগিয়ে আসে, তবে এই উঠতি বয়সের তরুণটি আজীবনের কষ্ট থেকে রক্ষা পেতে পারে। মানবিক দৃষ্টিভঙ্গি ও সহানুভূতির হাত বাড়িয়ে দিলে সফিউল আলম আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ পাবে।
মানবিক সহায়তা প্রদান করতে ইচ্ছুক ব্যক্তিরা নিচের মাধ্যমে আর্থিক সহযোগিতা করতে পারেন— সহযোগিতার জন্য যোগাযোগ: বিকাশ (পার্সোনাল): 01878-323277 (রোগীর মায়ের নম্বর)।
সিটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর: 2223770039001
(রোগীর মায়ের নামে – বিবি আক্তার)
আসুন, একজন অসহায় তরুণের পাশে দাঁড়িয়ে মানবতার স্বাক্ষর রাখি। আপনার সামান্য সহানুভূতিই হতে পারে তার নতুন জীবনের আশার আলো।
এমআর/সবা






















