রাউজান, রাঙ্গুনিয়া ও হাটহাজারীতে পৃথক ঘটনায় তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) সকালে লাশগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে এক নৈশপ্রহরী মো. শফি (৬৫) এর লাশ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, তিনি বৃহস্পতিবার রাতে নিখোঁজ হন। স্থানীয়রা সকালে ঝোপের পাশে শফির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। নিহত শফির চোখ উপড়ে ফেলা এবং শরীরে ক্ষতচিহ্ন রয়েছে।
হাটহাজারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে মো. আলী আকবর (৩৮) এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি চার মাস আগে প্রবাস থেকে দেশে ফেরেন এবং সম্প্রতি রাঙ্গুনিয়ার ভাড়া বাসায় বসবাস করছিলেন। হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক মো. আনিস জানান, লাশ উদ্ধার করা হয়েছে; এটি আত্মহত্যা নাকি হত্যা, তা ময়নাতদন্ত রিপোর্টে জানা যাবে।
রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ২২ বছর বয়সী আসরাত জাহান নামে এক তরুণীর ঝুলন্ত লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন জানান, তদন্ত চলছে এবং ময়নাতদন্ত প্রতিবেদন মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করবে।






















