গোপালগঞ্জে ‘জাতীয় ছাত্রশক্তি’ জেলা শাখার উদ্যোগে শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও ভারতীয় আগ্রাসন বিরোধী সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ ডিসেম্বর বাদ জোহর গোপালগঞ্জ মডেল মসজিদে শুরু হওয়া এই কর্মসূচিতে জেলা শাখার আহ্বায়ক, সদস্য সচিব এবং অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
শহীদ হাদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করা হয়। মোনাজাতে দেশের সার্বিক মঙ্গল ও শান্তির জন্যও প্রার্থনা করা হয়।
মডেল মসজিদের কর্মসূচি শেষে নেতা-কর্মীরা পার্শ্ববর্তী একটি মাদ্রাসা ও এতিমখানায় যান, শিক্ষার্থীদের সঙ্গে দোয়া ও আলোচনা সভা করেন। অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তি গোপালগঞ্জ জেলা শাখার বিভিন্ন স্তরের নেতা-কর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
























