১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সোনাগাজীতে তারেক রহমানকে কটাক্ষ করায় শিক্ষক ওমর ফারুকে অপসারণ দাবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুক কটাক্ষ করায় সোনাগাজী আল-হেলাল একাডেমির প্রধান শিক্ষক ওমর ফারুককের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীরা সহ সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় শুরু হয়েছে।

জানা গেছে, প্রধান শিক্ষক ওমর ফারুক তার ‘ওমর ফারুক নামের ফেসবুক আইডি থেকে শনিবার (২০ ডিসেম্বর) রাতের কোনো এক সময়ে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে ইনকিলাম মঞ্চের মুখপাত্র প্রয়াত ওসমান হাদির জানাজার একটি ছবি ব্যবহার করে তিনি লেখেন—’শোনা যাচ্ছে, নেতা মুচলেকা দিয়ে দেশত্যাগ করেছেন, এখন মুচলেকা দিয়ে দেশে ফিরতে পারেন। ছি! এ জীবনের! এর চেয়ে মৃত্যু অনেক শ্রেয়। বিড়ালের মতো ১০০ বছর বাঁচার চেয়ে সিংহের মতো ১ ঘণ্টা বাঁচাই উত্তম। যার প্রমাণ শরীফ ওসমান হাদি।’

স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনায় দ্রুত প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান নেতাকর্মীরা।

স্ট্যাটাস কে কেন্দ্র করে এদিকে শোক’জ শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন বলেও জানিয়েছেন আল-হেলাল সোসাইটির সেক্রেটারি ও পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ মহসিন ভূঞা। তিনি আরও বলেন, ভুল বুঝতে পেরে ওমর ফারুক ফেসবুকে দেয়া তার স্ট্যাটাস মুছে ফেলেছেন। এদিকে তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শান্তি দাবি করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন সোনাগাজী পৌর বিএনপি। আহবায়ক মঞ্জুর হোসেন বাবর ও সদস্য সচিব নিজাম উদ্দিন ওই প্রেসবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন। পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর বলেন, ওমর ফারুক আগে আ.লীগ করতেন। বিদ্যালয়টিকে বাণিজ্য কেন্দ্র বানিয়ে তিনি বহু টাকার মালিক বনে গেছেন। তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সদস্য সচিব নিজাম উদ্দিন বলেন, ওমর ফারুক ফেনীর নিজাম হাজারীর পা চাটা গোলাম ছিলেন। আ.লীগ সরকারের আমলে নিজাম হাজারীর পা চেটে তিনি বিদ্যলয়টির প্রধান শিক্ষক পদ ভাগিয়ে নেন। তিনি এখন রিতিমত জামায়াত নেতার ভূমিকায় অবতীর্ণ হয়ে আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন। তাকে বিদ্যালয়টি থেকে অপসারণ করে শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া তার দৃষ্টান্তমূলক শান্তি ও অপসারণ দাবি করে ছাত্রদল, যুবদল সহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।

 

জনপ্রিয় সংবাদ

একনেক সভায় ৪৬ হাজার ৪১৯ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন

সোনাগাজীতে তারেক রহমানকে কটাক্ষ করায় শিক্ষক ওমর ফারুকে অপসারণ দাবি

আপডেট সময় : ০৪:৫৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুক কটাক্ষ করায় সোনাগাজী আল-হেলাল একাডেমির প্রধান শিক্ষক ওমর ফারুককের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীরা সহ সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় শুরু হয়েছে।

জানা গেছে, প্রধান শিক্ষক ওমর ফারুক তার ‘ওমর ফারুক নামের ফেসবুক আইডি থেকে শনিবার (২০ ডিসেম্বর) রাতের কোনো এক সময়ে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে ইনকিলাম মঞ্চের মুখপাত্র প্রয়াত ওসমান হাদির জানাজার একটি ছবি ব্যবহার করে তিনি লেখেন—’শোনা যাচ্ছে, নেতা মুচলেকা দিয়ে দেশত্যাগ করেছেন, এখন মুচলেকা দিয়ে দেশে ফিরতে পারেন। ছি! এ জীবনের! এর চেয়ে মৃত্যু অনেক শ্রেয়। বিড়ালের মতো ১০০ বছর বাঁচার চেয়ে সিংহের মতো ১ ঘণ্টা বাঁচাই উত্তম। যার প্রমাণ শরীফ ওসমান হাদি।’

স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনায় দ্রুত প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান নেতাকর্মীরা।

স্ট্যাটাস কে কেন্দ্র করে এদিকে শোক’জ শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন বলেও জানিয়েছেন আল-হেলাল সোসাইটির সেক্রেটারি ও পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ মহসিন ভূঞা। তিনি আরও বলেন, ভুল বুঝতে পেরে ওমর ফারুক ফেসবুকে দেয়া তার স্ট্যাটাস মুছে ফেলেছেন। এদিকে তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শান্তি দাবি করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন সোনাগাজী পৌর বিএনপি। আহবায়ক মঞ্জুর হোসেন বাবর ও সদস্য সচিব নিজাম উদ্দিন ওই প্রেসবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন। পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর বলেন, ওমর ফারুক আগে আ.লীগ করতেন। বিদ্যালয়টিকে বাণিজ্য কেন্দ্র বানিয়ে তিনি বহু টাকার মালিক বনে গেছেন। তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সদস্য সচিব নিজাম উদ্দিন বলেন, ওমর ফারুক ফেনীর নিজাম হাজারীর পা চাটা গোলাম ছিলেন। আ.লীগ সরকারের আমলে নিজাম হাজারীর পা চেটে তিনি বিদ্যলয়টির প্রধান শিক্ষক পদ ভাগিয়ে নেন। তিনি এখন রিতিমত জামায়াত নেতার ভূমিকায় অবতীর্ণ হয়ে আ.লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন। তাকে বিদ্যালয়টি থেকে অপসারণ করে শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া তার দৃষ্টান্তমূলক শান্তি ও অপসারণ দাবি করে ছাত্রদল, যুবদল সহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।