রাঙ্গামাটির কাপ্তাই, চন্দ্রঘোনা থানার অধীনে ডেভিল হান্ট ফেইজ অভিযানে এক যুবলীগ নেতা গ্রেফতার হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ ডিসেম্বর রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই (নিঃ) খুরশিক আলম, এসআই (নিঃ) মোঃ আক্তার, এসআই (নিঃ) নাহিদ আহমেদ সবুজসহ পুলিশ ফোর্স অংশগ্রহণ করে। খন্দাকাটা এলাকা থেকে গ্রেফতার করা হয় নেজামুদ্দিন প্রকাশ নেজাম (৩৮)-কে, যিনি রাইখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত। তার পিতার নাম শেখ আহমেদ।
চন্দ্রঘোনা থানা পুলিশ জানায়, ডেভিল হান্ট ফেইজ অভিযানের অংশ হিসেবে গ্রেফতারকৃত নেজামুদ্দিনকে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযানের লক্ষ্য হলো এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমন নিশ্চিত করা।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ সাকের আহমেদ বলেন, “ডেভিল হান্ট ফেইজ অভিযানের আওতায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনা আমাদের মূল উদ্দেশ্য। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”




















