বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্ব-ঘোষিত ৩ জানুয়ারি রাজধানীতে মহাসমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা থাকায় মহাসমাবেশ স্থগিত রাখা হলো।
এর আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে জামায়াতে ইসলামী আগামী ৩ জানুয়ারি মহাসমাবেশের ডাক দিয়েছিল। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ সফল করার আহ্বান জানানো হয়েছিল।
প্রাথমিকভাবে মহাসমাবেশের স্থান হিসেবে মানিক মিয়া অ্যাভিনিউ ঠিক করা হয়েছিল। পরে তা পরিবর্তন করে সোহরাওয়ার্দী উদ্যান ঘোষিত হয়। ইতিমধ্যে মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে সমাবেশ বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়েছিল এবং জেলা-উপজেলা পর্যায় থেকে ঢাকায় লোক আনার পরিকল্পনা করা হয়েছিল।
শু/সবা


























