০৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হত্যাচেষ্টা ও সরকারি কাজে বাধা মামলায় জামিনে মুক্ত আখতার হোসেন

হত্যাচেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

আজ রোববার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এবং জশিতা ইসলামের পৃথক আদালত এ আদেশ দেন।

আখতার হোসেনের পক্ষে আইনজীবী মুজাহিদুর ইসলাম জানান, ২০২১ সালে দায়ের করা ওই দুই মামলায় তিনি আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত একটি মামলায় ৫০০ টাকা এবং অপর মামলায় ১ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকার আমলে আখতার হোসেনের বিরুদ্ধে মোট ছয়টি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে চারটি মামলায় তিনি ইতোমধ্যে অব্যাহতি পেয়েছেন। বাকি দুই মামলায় আজ আত্মসমর্পণ করে জামিন নিলেন।

মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে ২০২১ সালের ২৫ মার্চ ছাত্র ও যুব অধিকার পরিষদের ব্যানারে ঢাকার মতিঝিল এলাকায় একটি মিছিল বের করা হয়। মিছিল চলাকালে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় পুলিশ আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তিকে আটক করে। পরে তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ছাত্র ও যুব অধিকার পরিষদের কর্মীরা জোরপূর্বক তাঁকে পুলিশের হেফাজত থেকে নিয়ে যান। এ ঘটনায় শাহবাগ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস ব্যবহার করায় গুড়িয়ে দেয়া হয় দু’টি প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠানকে জরিমানা

হত্যাচেষ্টা ও সরকারি কাজে বাধা মামলায় জামিনে মুক্ত আখতার হোসেন

আপডেট সময় : ০৪:৩৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

হত্যাচেষ্টা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা পৃথক দুটি মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

আজ রোববার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ এবং জশিতা ইসলামের পৃথক আদালত এ আদেশ দেন।

আখতার হোসেনের পক্ষে আইনজীবী মুজাহিদুর ইসলাম জানান, ২০২১ সালে দায়ের করা ওই দুই মামলায় তিনি আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত একটি মামলায় ৫০০ টাকা এবং অপর মামলায় ১ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন।

তিনি আরও জানান, আওয়ামী লীগ সরকার আমলে আখতার হোসেনের বিরুদ্ধে মোট ছয়টি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে চারটি মামলায় তিনি ইতোমধ্যে অব্যাহতি পেয়েছেন। বাকি দুই মামলায় আজ আত্মসমর্পণ করে জামিন নিলেন।

মামলার অভিযোগপত্র সূত্রে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে ২০২১ সালের ২৫ মার্চ ছাত্র ও যুব অধিকার পরিষদের ব্যানারে ঢাকার মতিঝিল এলাকায় একটি মিছিল বের করা হয়। মিছিল চলাকালে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় পুলিশ আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তিকে আটক করে। পরে তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ছাত্র ও যুব অধিকার পরিষদের কর্মীরা জোরপূর্বক তাঁকে পুলিশের হেফাজত থেকে নিয়ে যান। এ ঘটনায় শাহবাগ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

শু/সবা