০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪, আহত ২পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বালুভর্তি একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে পড়লে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি বালুবাহী ড্রাম ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ঝলমলিয়া বাজারের ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং আরও দুইজন গুরুতর আহত হন।

নিহতরা হলেন—রায়হানুল ইসলাম (৪০), পিতা জলিল, গ্রাম কুঠিপাড়া, পুঠিয়া;
ইসলাম উদ্দিন (৬০), পিতা মাহাকাব, গ্রাম আসকরপুর, চারঘাট; সিয়াম (১৬), পিতা শাহীন, গ্রাম দোস্তানাবাদ, নাটোর। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

আহতদের মধ্যে একজন হলেন সেন্টু, পিতা সাইফুল, গ্রাম বাঘাতিপাড়া, নাটোর। আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এক বিজ্ঞপ্তিতে জানায়, দুর্ঘটনার খবর পেয়ে সকাল ৭টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। পুঠিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট এবং নাটোর ফায়ার স্টেশনের একটি ইউনিট যৌথভাবে উদ্ধার কাজে অংশ নেয়। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ছিল প্রায় দুই কিলোমিটার।

এ বিষয়ে পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে এবং একজন আহতকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪, আহত ২পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি :

আপডেট সময় : ০৪:০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বালুভর্তি একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে পড়লে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি বালুবাহী ড্রাম ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ঝলমলিয়া বাজারের ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং আরও দুইজন গুরুতর আহত হন।

নিহতরা হলেন—রায়হানুল ইসলাম (৪০), পিতা জলিল, গ্রাম কুঠিপাড়া, পুঠিয়া;
ইসলাম উদ্দিন (৬০), পিতা মাহাকাব, গ্রাম আসকরপুর, চারঘাট; সিয়াম (১৬), পিতা শাহীন, গ্রাম দোস্তানাবাদ, নাটোর। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

আহতদের মধ্যে একজন হলেন সেন্টু, পিতা সাইফুল, গ্রাম বাঘাতিপাড়া, নাটোর। আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এক বিজ্ঞপ্তিতে জানায়, দুর্ঘটনার খবর পেয়ে সকাল ৭টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। পুঠিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট এবং নাটোর ফায়ার স্টেশনের একটি ইউনিট যৌথভাবে উদ্ধার কাজে অংশ নেয়। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ছিল প্রায় দুই কিলোমিটার।

এ বিষয়ে পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে এবং একজন আহতকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

শু/সবা