০২:০৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে এডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে উন্নয়ন সহযোগী সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এক এডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের এএফএডি কার্যালয় কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সলিডারিটি’র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা এস.এম হারুন অর রশীদ লাল।
অনুষ্ঠানের শুরুতে শোক দিবসের অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান মন্ডল। এসময় আরও বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক-সুজন জেলা সভাপতি খায়রুল আনম, এএফএডির প্রধান নির্বাহী সাইদা ইয়াসমিন, আরডিআরএস বাংলাদেশ’র প্রতিনিধি আব্দুল মমিন, সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল বাতেন, হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান মো. রেজাউল করিম রেজা প্রমুখ।
স্থানীয় বেসরকারি সংগঠন এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) কর্তৃক আয়োজিত কর্মশালায় ইউনিয়ন বিবাহ রেজিস্টার, মহিলা বিষয়ক কর্মকর্তা, জাতীয় মহিলা পরিষদ প্রতিনিধি, মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ঞ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা নারীর ক্ষমতায়ন, নারী নেতৃত্বের বিকাশ এবং নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারকরণে তাগিদ দেন। এছাড়াও এ ধরণের এডভোকেসি কর্মশালা স্থানীয় অংশীজনদের সচেতনতা বৃদ্ধি ও কার্যকর ভূমিকা পালনে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে এডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:২৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে উন্নয়ন সহযোগী সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এক এডভোকেসী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের এএফএডি কার্যালয় কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সলিডারিটি’র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা এস.এম হারুন অর রশীদ লাল।
অনুষ্ঠানের শুরুতে শোক দিবসের অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান মন্ডল। এসময় আরও বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক-সুজন জেলা সভাপতি খায়রুল আনম, এএফএডির প্রধান নির্বাহী সাইদা ইয়াসমিন, আরডিআরএস বাংলাদেশ’র প্রতিনিধি আব্দুল মমিন, সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল বাতেন, হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান মো. রেজাউল করিম রেজা প্রমুখ।
স্থানীয় বেসরকারি সংগঠন এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) কর্তৃক আয়োজিত কর্মশালায় ইউনিয়ন বিবাহ রেজিস্টার, মহিলা বিষয়ক কর্মকর্তা, জাতীয় মহিলা পরিষদ প্রতিনিধি, মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ঞ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা নারীর ক্ষমতায়ন, নারী নেতৃত্বের বিকাশ এবং নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারকরণে তাগিদ দেন। এছাড়াও এ ধরণের এডভোকেসি কর্মশালা স্থানীয় অংশীজনদের সচেতনতা বৃদ্ধি ও কার্যকর ভূমিকা পালনে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শু/সবা