খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কংচাইরী পাড়ায় প্রথমবারের মতো শুরু হয়েছে অংক্রা মারমা স্মৃতি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট। বৃহস্পতিবার বিকেলে কংচাইরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন কংচাইরী পাড়া উন্নয়ন কমিটির সভাপতি ও সমাজসেবক মংশি মারমা।
বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ পানছড়ি উপজেলা শাখার আয়োজনে এবং কংচাইরী পাড়া মারমা যুব কল্যাণ সংঘের সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে মোট ২০টি দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মংশি মারমা বলেন, পানছড়ি উপজেলায় এবারই প্রথম ফুটসাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এ ধরনের আয়োজন যুব সমাজকে মাদক থেকে দূরে রাখবে, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং ভবিষ্যতে প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ পানছড়ি উপজেলা শাখার সভাপতি সুইহ্লা মারমা। তিনি বলেন, সমাজের জন্য অবদান রাখার কারণেই অংক্রা মারমা আজ স্মরণীয় হয়ে আছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মংসানু মারমা (মাস্টার)-এর সঞ্চালনায় টুর্নামেন্ট আহ্বায়ক কংজরী মারমার সভাপতিত্বে আরও বক্তব্য দেন মায়াবিনী লেকের সভাপতি অংহ্লাপ্রু মারমা।
আয়োজকদের জানানো হয়, লিগ ভিত্তিক এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাইয়ুং পাড়া ফুটবল একাদশকে ৫–১ গোলে হারিয়ে জয় পায় শান্তি পরিবহন একাদশ।
শু/সবা






















