০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রান্তিক জনগোষ্ঠীর নির্বাচনী অংশগ্রহণ বাড়াতে কুড়িগ্রামে কর্মশালা

বাংলাদেশের নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর নির্বাচনী অংশগ্রহণ জোরদার করতে অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষার প্রচার বিষয়ে কুড়িগ্রামে একদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৭ জানুয়ারি) কুড়িগ্রাম সদর উপজেলা অফিসার্স ক্লাবের ‘আলোর ভুবন’ মিলনায়তনে বেসরকারি সংস্থা লাইট হাউজ-এর আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা (ইউএনও) সুমিয়ারা পারভীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা, সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মনোয়ার হোসেন এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কনিকা দাস।

দিনব্যাপী কর্মশালায় ভোটার শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম তুলে ধরা হয়। এর আওতায়— স্বেচ্ছাসেবকদের জন্য ক্যাসকেডিং প্রশিক্ষণ দেওয়া হবে ২০০ জনকে, নারীপ্রধান পরিবার ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর ১ হাজার ২০০ জন নারীকে ভোটার প্রশিক্ষণ, ইউনিয়ন নারী ফোরাম সদস্যদের নিয়ে কর্মশালা ৭২০ জন, মাইকিং প্রচারণার মাধ্যমে ৬০ হাজার মানুষকে সচেতন করা, নারী কেন্দ্রিক সামাজিক যোগাযোগমাধ্যমে ২৫ হাজার মানুষের কাছে প্রচারণা, উঠান বৈঠকে ভিডিও প্রদর্শনীর মাধ্যমে ৩ হাজার ৬০০ জনকে অন্তর্ভুক্ত করা হবে।

এছাড়াও সামগ্রী বিতরণ ও প্রচারণা কার্যক্রম এবং জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি স্টেকহোল্ডারদের সঙ্গে শেয়ারিং সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।

ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেম (IFES)-এর সহায়তায় আয়োজিত এই কর্মশালায় প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম সঞ্চালনা করেন। কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও গণমাধ্যমকর্মীসহ মোট ৫০ জন অংশগ্রহণ করেন।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

প্রান্তিক জনগোষ্ঠীর নির্বাচনী অংশগ্রহণ বাড়াতে কুড়িগ্রামে কর্মশালা

আপডেট সময় : ০৪:০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬

বাংলাদেশের নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর নির্বাচনী অংশগ্রহণ জোরদার করতে অন্তর্ভুক্তিমূলক ভোটার শিক্ষার প্রচার বিষয়ে কুড়িগ্রামে একদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৭ জানুয়ারি) কুড়িগ্রাম সদর উপজেলা অফিসার্স ক্লাবের ‘আলোর ভুবন’ মিলনায়তনে বেসরকারি সংস্থা লাইট হাউজ-এর আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা (ইউএনও) সুমিয়ারা পারভীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা, সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মনোয়ার হোসেন এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কনিকা দাস।

দিনব্যাপী কর্মশালায় ভোটার শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম তুলে ধরা হয়। এর আওতায়— স্বেচ্ছাসেবকদের জন্য ক্যাসকেডিং প্রশিক্ষণ দেওয়া হবে ২০০ জনকে, নারীপ্রধান পরিবার ও জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর ১ হাজার ২০০ জন নারীকে ভোটার প্রশিক্ষণ, ইউনিয়ন নারী ফোরাম সদস্যদের নিয়ে কর্মশালা ৭২০ জন, মাইকিং প্রচারণার মাধ্যমে ৬০ হাজার মানুষকে সচেতন করা, নারী কেন্দ্রিক সামাজিক যোগাযোগমাধ্যমে ২৫ হাজার মানুষের কাছে প্রচারণা, উঠান বৈঠকে ভিডিও প্রদর্শনীর মাধ্যমে ৩ হাজার ৬০০ জনকে অন্তর্ভুক্ত করা হবে।

এছাড়াও সামগ্রী বিতরণ ও প্রচারণা কার্যক্রম এবং জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি স্টেকহোল্ডারদের সঙ্গে শেয়ারিং সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।

ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেম (IFES)-এর সহায়তায় আয়োজিত এই কর্মশালায় প্রকল্প সমন্বয়কারী জাহাঙ্গীর আলম সঞ্চালনা করেন। কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও গণমাধ্যমকর্মীসহ মোট ৫০ জন অংশগ্রহণ করেন।

শু/সবা