সাজেক বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪বিজিবি’র পক্ষথেকে সাজেক দুর্গম পাহাড়ে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার(১০জানুয়ারী) সকালে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির দিকনির্দেশনায়, বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবির, অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর উদ্যোগে দুর্গম পাহাড়ে সাজেক বিওপির বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ মানিক উল্লাহ সাজেক রুইলুই , কংলাক ও মাসালং ৯নং পাড়ায় হতদরিদ্র ও গরিব বসবাসরত জনগোষ্ঠী অসহায় ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। অধিনায়ক বলেন লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী বলেন, এই প্রচন্ড শীতে অসহায় গরিব দুস্থদের চিন্তাভাবনায় এ কার্যক্রম করা হয়েছে, এই মানবিক সহায়তার কার্যক্রম সীমান্তের সুরক্ষার পাশাপাশি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এতে অর্ধশতাধিক অসহায় দুস্থ স্থানীয় জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়।
শু/সবা

























