০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে একসাথে তিন কন্যা শিশুর জন্ম

নীলফামারীর মৌন জেনারেল হাসপাতালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একসাথে তিন কন্যা শিশুর জন্ম দিয়েছেন তৌহিদা আক্তার নামের এক মা। মা ও নবজাতক সবাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।
‎শুক্রবার রাতে নীলফামারীর মৌন জেনারেল হাসপাতালে এই ব্যতিক্রম ঘটনাটি ঘটেছে। হাসপাতালের নরমাল ডেলিভারি এক্সপার্ট ডা. নিশাত তাবাসুমে’র তত্ত্বাবধানে সফল এই জটিল ডেলিভারি সম্পন্ন হয়।  তার সহযোগী হিসেবে ছিলেন সিনিয়র নার্স তাহরিমা আক্তার জিমি, জুঁই অক্তার, শোভা ও সিনিয়র ওটি স্টাফ জোসনা আক্তার।
‎হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিন নবজাতকের ওজন স্বাভাবিকের চেয়ে কম, তবে তারা ঝুঁকিমুক্ত রয়েছে। শিশু তিনজন নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। তিন নবজাতকের জন্ম দেয়া তৌহিদা আক্তার নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের বেগপাড়া গ্রামের দিন মজুর শুভ ইসলামের স্ত্রী।
‎চিকিৎসক ডা. নিশাত তাবাসসুম জানান, হাসপাতালটিতে অতীতে স্বাভাবিক ডেলিভারিতে নবজাতক জন্মের ঘটনা ঘটলেও, এক সাথে তিন নবজাতকের জন্মের ঘটনা এবারই প্রথম।
শু/সবা
জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে একসাথে তিন কন্যা শিশুর জন্ম

আপডেট সময় : ০৫:০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
নীলফামারীর মৌন জেনারেল হাসপাতালে স্বাভাবিক প্রসবের মাধ্যমে একসাথে তিন কন্যা শিশুর জন্ম দিয়েছেন তৌহিদা আক্তার নামের এক মা। মা ও নবজাতক সবাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।
‎শুক্রবার রাতে নীলফামারীর মৌন জেনারেল হাসপাতালে এই ব্যতিক্রম ঘটনাটি ঘটেছে। হাসপাতালের নরমাল ডেলিভারি এক্সপার্ট ডা. নিশাত তাবাসুমে’র তত্ত্বাবধানে সফল এই জটিল ডেলিভারি সম্পন্ন হয়।  তার সহযোগী হিসেবে ছিলেন সিনিয়র নার্স তাহরিমা আক্তার জিমি, জুঁই অক্তার, শোভা ও সিনিয়র ওটি স্টাফ জোসনা আক্তার।
‎হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিন নবজাতকের ওজন স্বাভাবিকের চেয়ে কম, তবে তারা ঝুঁকিমুক্ত রয়েছে। শিশু তিনজন নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। তিন নবজাতকের জন্ম দেয়া তৌহিদা আক্তার নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের বেগপাড়া গ্রামের দিন মজুর শুভ ইসলামের স্ত্রী।
‎চিকিৎসক ডা. নিশাত তাবাসসুম জানান, হাসপাতালটিতে অতীতে স্বাভাবিক ডেলিভারিতে নবজাতক জন্মের ঘটনা ঘটলেও, এক সাথে তিন নবজাতকের জন্মের ঘটনা এবারই প্রথম।
শু/সবা