কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়নের ছাটমাধাই ব্রাহ্মণের ডারা দুর্গা মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কমিউনিটি এমপাওয়ারমেন্ট ফর ফ্যামিলি এমপাওয়ারমেন্ট (সিএফই) কার্যক্রমের আওতায় এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি, কুড়িগ্রাম এ আয়োজন করে। এতে সহযোগিতা করে কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংক।
আলোচনা সভায় প্রধান বক্তব্য রাখেন এসওএস কুড়িগ্রামের সহকারী প্রোগ্রাম অফিসার রিয়াজ উদ্দিন। তিনি এসওএস এর শিশু সুরক্ষা, বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব এবং সকল শিশুর শিক্ষা নিশ্চিত করার কার্যক্রম ও গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সরকারের পাশাপাশি এলাকাভিত্তিক যুব সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ সম্ভব। কোথাও বাল্যবিবাহ সংঘটিত হতে দেখলে সরকারি টোল ফ্রি নম্বর ১০৯-এ ফোন করে অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি।
এসময় সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য বিপ্লব আলী, ঠাটমারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুরেশ চন্দ্র, কুড়িগ্রাম যুব ব্লাড ব্যাংকের সভাপতি ময়েন উদ্দিন চিশতীসহ নীরব, নাসির, মামুন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই শিশুদের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।
শু/সবা

























