০৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে পুলিশের অভিযানে জালিয়াতিসহ গ্রেফতার ২৫

রংপুরে পৃথক অভিযান চালিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, জুয়া এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ মোট ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) রংপুর মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেলে নগরীর হাজীরহাট এলাকার বখতিয়ারপুর উচাটারী গ্রামে ঘাঘট নদীর পাড়ে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়। এ ছাড়া নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলার আরও ১০ আসামিকে আটক করা হয়।

অন্যদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিভিন্ন কেন্দ্র থেকে জালিয়াতির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— মিঠাপুকুর উপজেলার রামেশ্বরপুর ফকিরহাট এলাকার রফিক মন্ডলের ছেলে সারোয়ার ইসলাম, পীরগাছা উপজেলার দেউতি বাজার এলাকার চাঁন মিয়ার ছেলে আল আমিন মোহাম্মদ আহাদ, পীরগঞ্জ উপজেলার জাহাঙ্গীরাবাদ আসমতপুর এলাকার খাজা নাজিম উদ্দিনের ছেলে মেজবাহ হামিদুল্লাহ প্রধান, পীরগঞ্জ উপজেলার কাদিরাবাদ এলাকার এনামুল হকের ছেলে রাশেদুল ইসলাম রকি এবং পাবনা জেলার ছাইকোলা দীঘল গ্রামের বারেক আলীর মেয়ে জান্নাতুল ফেরদৌস বীথি।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ১৫টি ইলেকট্রনিক ডিভাইস, পাঁচটি স্মার্টফোন, দুটি ফিচার ফোন, ১৩টি সিম কার্ড, ২৬টি এয়ারপড, এয়ারপড স্থাপনের কাজে ব্যবহৃত একটি ফরসেপ, ছয়টি ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্প, স্বাক্ষর করা দুটি ফাঁকা চেক এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

রংপুরে পুলিশের অভিযানে জালিয়াতিসহ গ্রেফতার ২৫

আপডেট সময় : ০৬:১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

রংপুরে পৃথক অভিযান চালিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, জুয়া এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ মোট ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১০ জানুয়ারি) রংপুর মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেলে নগরীর হাজীরহাট এলাকার বখতিয়ারপুর উচাটারী গ্রামে ঘাঘট নদীর পাড়ে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়। এ ছাড়া নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলার আরও ১০ আসামিকে আটক করা হয়।

অন্যদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিভিন্ন কেন্দ্র থেকে জালিয়াতির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— মিঠাপুকুর উপজেলার রামেশ্বরপুর ফকিরহাট এলাকার রফিক মন্ডলের ছেলে সারোয়ার ইসলাম, পীরগাছা উপজেলার দেউতি বাজার এলাকার চাঁন মিয়ার ছেলে আল আমিন মোহাম্মদ আহাদ, পীরগঞ্জ উপজেলার জাহাঙ্গীরাবাদ আসমতপুর এলাকার খাজা নাজিম উদ্দিনের ছেলে মেজবাহ হামিদুল্লাহ প্রধান, পীরগঞ্জ উপজেলার কাদিরাবাদ এলাকার এনামুল হকের ছেলে রাশেদুল ইসলাম রকি এবং পাবনা জেলার ছাইকোলা দীঘল গ্রামের বারেক আলীর মেয়ে জান্নাতুল ফেরদৌস বীথি।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ১৫টি ইলেকট্রনিক ডিভাইস, পাঁচটি স্মার্টফোন, দুটি ফিচার ফোন, ১৩টি সিম কার্ড, ২৬টি এয়ারপড, এয়ারপড স্থাপনের কাজে ব্যবহৃত একটি ফরসেপ, ছয়টি ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্প, স্বাক্ষর করা দুটি ফাঁকা চেক এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শু/সবা