গোপালগঞ্জ-২ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হলো। নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া কামরুজ্জামান ভূঁইয়া লুটুল। গতকাল সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত শুনানিতে তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়।
এর আগে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় বিভিন্ন কারণ দেখিয়ে তার প্রার্থিতা বাতিল করা হয়েছিল। রিটার্নিং কর্মকর্তার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন কামরুজ্জামান ভূঁইয়া। আজকের শুনানিতে তার আইনজীবীরা প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও স্বপক্ষে যুক্তি উপস্থাপন করলে কমিশন তা গ্রহণ করে এবং তাকে নির্বাচনে অংশগ্রহণের যোগ্য বলে রায় দেয়। এর ফলে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে তার আর কোনো আইনি বাধা রইল না।
মনোনয়ন বৈধ হওয়ার খবর শোনার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কামরুজ্জামান ভূঁইয়া লুটুল বলেন, তিনি নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে অত্যন্ত আনন্দিত এবং কমিশনের প্রতি কৃতজ্ঞ। তিনি জানান, এলাকার সাধারণ মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন এবং শুরু থেকেই তার বিশ্বাস ছিল যে তিনি ন্যায়বিচার পাবেন। এখন তিনি পুরোদমে নির্বাচনী প্রচারণার প্রস্তুতি গ্রহণ করবেন।
এদিকে কামরুজ্জামান ভূঁইয়ার প্রার্থিতা ফিরে পাওয়ার খবরে গোপালগঞ্জ-২ আসনের তার অনুসারী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। খবরটি নির্বাচনী এলাকায় পৌঁছালে সমর্থকরা বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেন। স্থানীয় ভোটারদের মতে, তার প্রার্থিতা ফিরে পাওয়ায় এই আসনে নির্বাচনী লড়াই এখন আরও জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। আগামী নির্বাচনে সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সঠিক প্রতিনিধি নির্বাচিত হবে বলেও তারা আশা প্রকাশ করেন।
শু/সবা






















